গৃহবধূ বিলকিস বেগমের (৪২) স্বামী রশিদ খাঁ তখন অসুখে শয্যাশায়ী। ১৭টি বেসরকারি সংস্থার কাছে তাঁদের ঋণ ছিল অন্তত ৭ লাখ টাকা। এর মধ্যে পা ভাঙে রশিদের। অভাবের কারণে আবাদি জমিটুকুও বন্ধক দিতে হয়। তবে বিপদের সময় ভেঙে পড়েননি বিলকিস; শিখেছেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরির কাজ। এর মাধ্যমে আয় করে তিনি সংসার চালিয়েছেন; স্বামীর চিকিৎসার ব্যবস্থা করেছেন। ঋণ পরিশোধের পাশাপাশি বন্ধকি জমিও উদ্ধার করেছেন। এখন তাঁর মাসে আয় ১৫-২০ হাজার টাকা।

বিলকিসের বাড়ি রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কারিগরপাড়া গ্রামে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তিনিসহ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন বিলকিস। ‘অদম্য নারী পুরস্কার-২০২৪’ কার্যক্রমের আওতায় গতকাল মঙ্গলবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

গতকাল রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে নির্বাচিত ৩৯ জন নারীর মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে পাঁচজনকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসাবে সংবর্ধনা দেওয়া হয়। চলতি বছর ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নওগাঁর সাপাহারের সেফালী খাতুন, ‘শিক্ষা ও চাকরি’ ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জের চৌহালীর আয়শা সিদ্দিকা, ‘সফল জননী’ নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জের কামারখন্দে লাইলী বেগম, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী’ ক্যাটাগরিতে নওগাঁ সদরের শাবানা বানু এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান’ ক্যাটাগরিতে বিলকিস বেগম শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হন।

সম্মাননা স্মারক হাতে বিলকিস বেগম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জের গজারিয়ায় রডবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় রডবাহী ট্রাক উল্টে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে মহাসড়কের জামালদী থেকে ভবেরচর বাস স্ট্যান্ড পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা ব্রিজের ঢালে জামালদী এলাকায় একটি রডবাহী ট্রাক উল্টে যায়। ট্রাকটি সড়ক থেকে সরাতে সময় লাগায় সড়কে এ যানজটের সৃষ্টি হয়। পরে রডবাহী ট্রাক সরিয়ে নেওয়া হয়। তবে যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়।

কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসচালক বিল্লাল হোসেন জানান, ভোর ৫ টার দিকে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তিনি। কিন্তু আলীপুরা এলাকায় এসে তিনি যানজটে আটকা পড়েন। 

ইমরান হোসেন নামে এক বাসের যাত্রী বলেন, “আমি দরি বাউশিয়া থেকে সকাল ৬ টায় বাসে উঠেছি। দুই ঘণ্টা হলো বাস একই জায়গায় আছে। ৩৫ কিলোমিটার মহাসড়ক ৩৫ মিনিটে অতিক্রম করার কথা ছিল। কিন্তু যানজটে আটকে পড়ে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।”

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান,  এক‌টি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো  সড়কে ছড়িয়ে-ছি‌টিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

ঢাকা/রতন/টিপু

সম্পর্কিত নিবন্ধ