‘জেড’ ক্যাটাগরিতে ৫ কোম্পানি স্থানান্তর
Published: 12th, February 2025 GMT
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্ক লিমিটেড, আমরা টেকনোলজিস, এসএস স্টিল, গোল্ডেন সন এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
তথ্য মতে, নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অপারেশন ডেভিল হান্টসহ পুলিশের নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫২
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক আল মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া বিভিন্ন মামলা রয়েছে। এ ছাড়া নিয়মিত অভিযানে আরও ৪০ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সদস্য মো. রাসেল (৩১), বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. সালাম (৬৬), বন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহীন সরকার (৫৫), বন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মাসুদ (৩১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জসিম উদ্দিন (৪০), ভূলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী বাসেদ মিয়া (৪৬), রূপগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলিম সরকার (৫৮), যুবলীগের সক্রিয় কর্মী সাহাদাত হোসেন (৩২) ও মো. সুমন (৩৯), আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মোতালেব মিয়া (৪০) ও জাহাঙ্গীর আলম রানা (৩৬)।