সুনামগঞ্জে বিএনপির সমাবেশে আরিফুল হক চৌধুরী: নির্বাচন যথাশীঘ্রই দিতে হবে
Published: 12th, February 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে দলের নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় বুধবার বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্টেশনে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী এবং জেলা বিএনপির স্বাক্ষরকারী সদস্য অ্যাডভোকেট আব্দুল হকসহ আরও অনেকে।
আরিফুল হক চৌধুরী বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং দেশী-বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এবং যতটুকু প্রয়োজন সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে, যাতে জনগণ তাদের শক্তি পুনরায় পেতে পারে।
সকালে সমাবেশের জন্য শহর ও শহরতলি থেকে মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা পুরাতন বাসস্টেশনে এসে জমায়েত হন। সমাবেশটি মূল সড়কে অনুষ্ঠিত হওয়ায় কিছুটা শৃঙ্খলা কম থাকলেও, সমাবেশের শেষ সময় পর্যন্ত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনতে থাকেন।
বক্তব্যে দ্রুত নির্বাচনের দাবি উঠলেই, সমাবেশে উপস্থিত জনতা ও বিএনপি নেতা-কর্মীরা সজীবভাবে প্রতিধ্বনি করেন। সমাবেশে যোহরের নামাজের সময় হওয়ার কারণে স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং মঞ্চে থাকা অনেক স্থানীয় নেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
আরিফুল হক চৌধুরী সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলে কোনো ধরনের দুষ্কৃতিকারি যেনো ঢুকতে না পারে। বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট করার মতো কোনো কাজ করবেন না। যারা আওয়ামী দুঃশাসনে যুক্ত ছিলো, তাদের কোনোভাবেই দলে আনা যাবে না।
তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা করাসহ নানা জনদাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় আসলে সুনামগঞ্জের সকল সেক্টরে উন্নয়ন হবে। তিনি সুনামগঞ্জবাসীর আন্দোলনের প্রতি মুগ্ধতার কথা জানান, যা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ স ন মগঞ জ ব এনপ র
এছাড়াও পড়ুন:
জয়কে অপহরণ-হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় খালাস মাহমুদুর রহমান
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারিক এজাজ আজ সোমবার এ আদেশ দেন। রায় ঘোষণার সময় মাহমুদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর মাহমুদুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর এই মামলায় সিএমএম আদালতের দেওয়া রায় চ্যালেঞ্জ করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিলের পাশাপাশি জামিনের আবেদন করেন মাহমুদুর রহমান। গত বছরের ৩ অক্টোবর তিনি জামিন পান।
মামলায় ঢাকার সিএমএম আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মাহমুদুর রহমানের করা আপিল আজ মঞ্জুর করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এর ফলে মাহমুদুর রহমান এই মামলা থেকে খালাস পেলেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন এই আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান।
২০২৩ সালের ১৭ আগস্ট এ মামলায় সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। অন্য তিনজন হলেন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তাঁর ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
মামলায় শফিক রেহমান ও মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের সাজা স্থগিত করা হয়।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে ২০১৫ সালের ৩ আগস্ট রাজধানীর পল্টন থানায় মামলা করেছিল পুলিশ।