নাটোরের বড়াইগ্রাম থানার ফটকের সামনে  ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে নেচে-গেয়ে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে জামিন দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমন শুনানি শেষে তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া। 

আরো পড়ুন: ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক করা আ.

লীগ নেত্রী গ্রেপ্তার

আরো পড়ুন:

ধামরাইয়ের সড়কে ঝরল প্রাণ

সিরাজদিখান থানায় হামলা, ৪ গাড়ি ভাঙচুর

এর আগে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকার নিজ বাড়ি থেকে শিউলীকে গ্রেপ্তার করে পুলিশ। 

শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী। শিউলি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘ফুটবল মার্কা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও বানান আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/আরিফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট কটক

এছাড়াও পড়ুন:

বাবুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দেশীয় প্রযুক্তিতে তৈরি পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট থানা পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সময়, অভিযানের টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরিত্যক্ত অবস্থায় ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র পুকুরের কচুরিপানার মধ্যে ফেলে যায়।

এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো সচল এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি। ধারণা করা হচ্ছে, অভিযানের সময় আতঙ্কিত হয়ে অস্ত্রধারীরা এগুলো ফেলে পালিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ