ফরিদপুরে ট্রাক-অটোবাইকের সংঘর্ষে নিহত ২, আহত ৪
Published: 12th, February 2025 GMT
ফরিদপুর শহরের চুনারুঘাটা ব্রিজ এলাকায় ট্রাক ও অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার দুপুর ১২টায় ফরিদপুর শহরে যাওয়ার পথে চুনারুঘাটা ব্রিজ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক সামনে থেকে একটি অটোবাইককে ধাক্কা দেয়। এতে ছয়জন গুরুতর আহত হন।
নিহতরা হলেন খলিল মণ্ডলেরহাটের আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) এবং একই এলাকার লাল মিয়া শেখের ছেলে লাভলু শেখ (২৮)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসেম পাটাদার ও লাভলু শেখ মারা যান।
আহত চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। আমরা ট্রাকটি শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আহত
এছাড়াও পড়ুন:
এই আলিয়াকে কে চিনত
এক যুগ আগে আলিয়া ভাটের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ যখন মুক্তি পায়, তখন বিস্তর সমালোচনা হয়। তবে গত ১৩ বছরে নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছেন। আজ অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে এএফপি ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘অচেনা’ আলিয়ার বিস্তারিত।
চিত্রনাট্য, অভিনয় ও পরিচালনা—‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর প্রতিটি দিক নিয়েই প্রশ্ন তুলেছিলেন সমালোচকেরা। প্রশ্ন তুলেছিলেন আলিয়া ভাটকে নিয়েও। একে তো তিনি তারকা পরিবারের সন্তান, সঙ্গে অভিষেক হয়েছে করণ জোহরের সিনেমা দিয়ে; তাঁকে নিয়ে বিতর্ক না হয়ে পারে! তবে ওই সিনেমায় আলিয়ার অভিনয়ের দক্ষতা প্রশ্ন তোলার মতোই ছিল।
আলিয়া ভাট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে