টুঙ্গীপাড়ায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য
Published: 12th, February 2025 GMT
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিজয় বাড়ৈ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে বিজয়কে গ্রেপ্তার করা হয়। তিনি ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও লেবুতলা গ্রামের বিমল বাড়ৈর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গীপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ করা বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। সেখান থেকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিলে পুলিশ। এ সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১৭১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয়ে ৩৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
কবি জসীমউদ্দীন ও সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি। এবার কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন কবি আল মুজাহিদী এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন অধ্যাপক হান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে ওই লেখকদের হাতে পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও স্মারক তুলে দেওয়া হবে।
ঢাকা/সৌরভ/রফিক