চার বছর আগে ‘দেয়ালের অন্তরালে’ নাটকে অভিনয় করেছেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ওই নাটকে শিক্ষক ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। বেশ বিরতির পর আবারও ‘কোনো একদিন’ নাটকে এই জুটি হাজির হবেন দম্পতির চরিত্রে। ফারিয়া হোসেনের লেখা ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

পরিচালক জানান, নাটকের গল্পটি হৃদয় ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। যদিও অনেকের সঙ্গে মিলছিল না বোনম্যারো, একসময় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ। এর শুটিং শেষ হয়েছে গত সোমবার। 

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির উজ্জ্বল দুই নক্ষত্র। তাদের সাথে কাজ না করলে বুঝতে পারতাম না একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ। মৌয়ের পেশাদারীত্ব আমাকে মুগ্ধ করেছে। অনেক যত্ন নিয়ে ছবিটি তৈরি করেছি। আশা করছি ঈদের বিনোদনের অনেক আয়োজনের ভিড়ে আমাদের নাটকটি সবার প্রশংসা কুড়াবে।’

আফজাল-মৌ জুটিও নাটকটি নিয়ে আশাবাদী। তারা দর্শককে আমন্ত্রণ জানিয়েছেন, প্রচারের পর এটি উপভোগের জন্য। নাটকটি রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত হয়েছে। আসছে ঈদে এই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফজ ল হ স ন আফজ ল হ স ন ন টকট

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার ট্রেনে গুলি: খালাস পাওয়া যুবদল নেতার মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলা থেকে খালাস পাওয়া যুবদল নেতা আজাদ রহমান খোকন (৫২) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি শহরের কাচারিপাড়া এলাকায় নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা যান। 

খোকন কাচারীপাড়া এলাকার পিয়ার আলী মণ্ডলের ছেলে। তিনি ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সদস্য এবং শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এ মামলায় তিনি প্রায় ৫ বছর কারাভোগের পর গত বছর ১২ সেপ্টেম্বর জামিনে মুক্ত পান। এর পর থেকে তিনি ঈশ্বরদীতে নিজ বাড়িতে ছিলেন।

পারিবার সূত্রে জানা যায়, কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন খোকন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করেনে। তিনি বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর সম্প্রতি তিনিসহ এ মামলার সব আসামিদের উচ্চ আদালত খেকে খালাস দেওয়া হয়। গতকাল মারা যাওয়া যুবদল নেতা খোকনের মরদেহ দাফন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ