পরাগায়নে সহায়তা করবে রোবট পোকামাকড়
Published: 12th, February 2025 GMT
জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নানা কারণে বিশ্বজুড়ে পোকামাকড়ের সংখ্যা কমছে। পোকামাকড়ের সংখ্যা কমে যাওয়ায় অনেক ফসল ও ফুলের পরাগায়নেও সমস্যা হচ্ছে। এ কারণে প্রকৃতিতে ধীরে ধীরে বিরূপ প্রভাব পড়ছে। এ সমস্যার সমাধান করতে আকারে ছোট রোবট পোকামাকড় তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল বিজ্ঞানী।
এমআইটির বিজ্ঞানীদের তথ্যমতে, আকারে ছোট রোবট পোকামাকড়ের ডানা মৌমাছির অনুকরণে তৈরি করা হয়েছে। ওজন এক গ্রামের কম হওয়ায় বাস্তবের পোকামাকড়ের সঙ্গে যুক্ত হয়ে একই গতিতে পথ পাড়ি দিতে পারে রোবট পোকামাকড়। বিভিন্ন ফুল ও ফসলের দ্রুত পরাগায়নের জন্য এসব রোবট পোকামাকড় ব্যবহার করা হবে। এর ফলে ফসল বা পরিবেশের কোনো ক্ষতি না করেই দ্রুত ফসলের ফলন বাড়ানো যাবে।
আরও পড়ুনরোবট চিত্রশিল্পীর আঁকা ছবি উঠছে নিলামে, দাম কত২৭ অক্টোবর ২০২৪পরাগবাহক হিসেবে রোবটের ব্যবহার নতুন কোনো ধারণা নয়। আগে যেসব রোবট ব্যবহার করা হয়েছে, সেগুলো আসলে তেমন টেকসই ছিল না। আর তাই এবার যান্ত্রিক পরাগায়নের সীমাবদ্ধতার সমাধান করে নতুন নকশাও প্রণয়ন করেছেন বিজ্ঞানীরা। জার্নাল অব সায়েন্স রোবোটিকসের এক গবেষণাপত্রে এসব রোবটের ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, পোকামাকড়ের রোবট ১০০০ সেকেন্ড বা ১৬ মিনিটের বেশি সময় উড়তে পারে। শুধু তাই নয়, সোজা বা খালি স্থানের পাশাপাশি জটিল পথেও উড়তে পারে এসব রোবট। প্রতি সেকেন্ডে ৩০ সেন্টিমিটার গতিতে উড়ার ক্ষমতা থাকায় দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে রোবট পোকামাকড়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত
জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।