সিরাজদিখান থানায় হামলা, ৪ গাড়ি ভাঙচুর
Published: 12th, February 2025 GMT
রোমান শেখ (১৬) নামে নিখোঁজ এক কিশোরের সন্ধান চেয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে স্বজন ও এলাকাবাসী। এসময় তারা থানা, সহকারী পুলিশ সুপারের কার্যালয় এবং থানার মাঠে থাকা চারটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হামলা হয় বলে জানান মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান।
আরো পড়ুন:
গাজীপুরে হামলার ঘটনায় ২৩৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩৪
গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে নিখোঁজ রোমানের সন্ধান চেয়ে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। পরে তারা থানায় হামলা করেন। এসময় তারা থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের অফিসের জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। এছাড়া থানার মাঠে থাকা পুলিশেরসহ চারটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।
রোমানের বাবা মিরাজ শেখ জানান, স্কুলে পড়ালেখার পাশাপাশি রোমান ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারকে সহযোগিতা করতো। গত ২১ জানুয়ারি রোমান বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় পরে তিনি সিরাজদিখান থানায় মামলা করেন।
মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বলেন, “বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা তিনদিনের আল্টিমেটাম দিয়ে চলে যায়।”
এ বিষয়ে জানতে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/রতন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজিবকে নিয়ে শহরে নেতাকর্মীদের আনন্দ মিছিল
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত মাশুকুল ইসলাম রাজিবকে নিয়ে শহরে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম ভিপি রাজিবকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার শহরে আনন্দ মিছিল করেছে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বর ঘুরে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে শেষ হয়।
এসময়ে আনন্দ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শ্লোগান দেয়।
মিছিল শেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিটসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মাশুকুল ইসলাম রাজিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময়ে নেতাকর্মীদের ফুল শুভেচ্ছায় সিক্ত হোন ভিপি রাজিব।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মাশুকুল ইসলাম রাজিবকে ফুল শুভেচ্ছা ও আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে বিকেল তিনটা থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে মিশন পাড়া এসে জড়ো। এ সময় স্লোগানের স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।