সিরাজদিখান থানায় হামলা, ৪ গাড়ি ভাঙচুর
Published: 12th, February 2025 GMT
রোমান শেখ (১৬) নামে নিখোঁজ এক কিশোরের সন্ধান চেয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে স্বজন ও এলাকাবাসী। এসময় তারা থানা, সহকারী পুলিশ সুপারের কার্যালয় এবং থানার মাঠে থাকা চারটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হামলা হয় বলে জানান মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান।
আরো পড়ুন:
গাজীপুরে হামলার ঘটনায় ২৩৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩৪
গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে নিখোঁজ রোমানের সন্ধান চেয়ে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। পরে তারা থানায় হামলা করেন। এসময় তারা থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের অফিসের জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। এছাড়া থানার মাঠে থাকা পুলিশেরসহ চারটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।
রোমানের বাবা মিরাজ শেখ জানান, স্কুলে পড়ালেখার পাশাপাশি রোমান ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারকে সহযোগিতা করতো। গত ২১ জানুয়ারি রোমান বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় পরে তিনি সিরাজদিখান থানায় মামলা করেন।
মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বলেন, “বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা তিনদিনের আল্টিমেটাম দিয়ে চলে যায়।”
এ বিষয়ে জানতে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/রতন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শিশু সন্তানকে জিম্মি করে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া পানি টাংকি এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগি ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আরিফ (৩২) ও ডালিম (৩৫) জালকুড়ি উত্তর পাড়া এলাকায় বাদীর ভাড়া বাসার প্রতিবেশী। আরেক অভিযুক্ত বেলাল (৩৫) আরিফ ও ডালিমের সহকর্মী।
এক বাড়িতে ভাড়া থাকার সুবাদে অভিযোগের বাদীর সাথে অভিযুক্ত আরিফের পরিচয়। পরিচয়ের সূত্র ধরে গত বুধবার (১২ মার্চ) অভিযুক্ত আরিফ বিকেল আনুমানিক পৌনে ছয়টায় ইফতারি দেওয়ার জন্য বাদির ঘরের দরজায় টোকা দেয়।
এসময় বাদির স্ত্রী দরজা খুলে ইফতারি নিয়ে আবার দরজা লাগিয়ে দেয়। ইফতারির পর পুনরায় আবার আরিফ দরজায় নক করলে বাদীর স্ত্রী দরজা খুলে দিলে অভিযুক্ত তার তিন মাসের শিশু সন্তানকে কোলে নেয়ার বাহানায় ঘরে প্রবেশ করে এবং দরজা লাগিয়ে দেয়।
এসময় ওই গৃহবধুকে অভিযুক্ত আরিফ জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
একপর্যায়ে ভুক্তভোগী গৃহবধুর ডাক চিৎকার শুরু করলে তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে অভিযুক্ত আরিফ তার ঘরে চলে যায়।
অভিযোগে উল্লেখ করা, এসময় শিশু সন্তানকে সহিসালামতে ফেরত পেতে হলে ওই গৃবধুকে আরিফের সাথে অনৈতিককর্মকান্ডে জড়াতে হবে বলে হুমকি ধমকি দেয়।
এঘটনায় আতঙ্কিত হয়ে ওই গৃবধু তার স্বামীকে ফোন করে বিস্তারিত ঘটনা জানায়। পরে ওই গৃহবধুর স্বামী দ্রুত তার এক সহকর্মীকে নিয়ে বাড়িতে আসে এবং অভিযুক্ত আরিফের ঘর থেকে তার শিশু সন্তানকে উদ্ধার করে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, শিশুটিকে তার বাবা উদ্ধার করে নিয়ে যাওয়ার পর অভিযুক্ত আরিফ ডালিম ও বেলালসহ আরো দশ থেকে বারোজন ব্যাক্তিকে ফোন করে নিয়ে আসে এবং ভুক্তভোগী গৃহবধু এবং তার স্বামীকে আইনগত ব্যাবস্থা গ্রহণ না করার জন্য নানা ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাৎ হোসেন জানান, এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার স্বামী বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন থানায়। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।