সিরাজদিখান থানায় হামলা, ৪ গাড়ি ভাঙচুর
Published: 12th, February 2025 GMT
রোমান শেখ (১৬) নামে নিখোঁজ এক কিশোরের সন্ধান চেয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে স্বজন ও এলাকাবাসী। এসময় তারা থানা, সহকারী পুলিশ সুপারের কার্যালয় এবং থানার মাঠে থাকা চারটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হামলা হয় বলে জানান মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান।
আরো পড়ুন:
গাজীপুরে হামলার ঘটনায় ২৩৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩৪
গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে নিখোঁজ রোমানের সন্ধান চেয়ে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। পরে তারা থানায় হামলা করেন। এসময় তারা থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের অফিসের জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। এছাড়া থানার মাঠে থাকা পুলিশেরসহ চারটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।
রোমানের বাবা মিরাজ শেখ জানান, স্কুলে পড়ালেখার পাশাপাশি রোমান ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারকে সহযোগিতা করতো। গত ২১ জানুয়ারি রোমান বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় পরে তিনি সিরাজদিখান থানায় মামলা করেন।
মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বলেন, “বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা তিনদিনের আল্টিমেটাম দিয়ে চলে যায়।”
এ বিষয়ে জানতে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/রতন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এম,এ,হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন পরিচালিত দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরা ।
রবিবার (১৩ এপ্রিল) সাকালে স্কুল প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়ামাটি এলাকাহয়ে পূনরায় স্কুল প্রঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুল ইসলাম মুকুল বলেন, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাড়ানো আমাদের ইমানি দায়ীত্ব।
ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুল ইসলাম মুকুলসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।