চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টার্কও খেলবেন না, অজিদের অধিনায়ক স্মিথ
Published: 12th, February 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ইনজুরির ধাক্কা লেগেছে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরির কারণে খেলতে পারবেন না টুর্নামেন্টে। ইনজুরিতে আসর শেষ জজ হ্যাজলউডেরও।
মিশেল মার্শ আগেই ইনজুরির কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মার্কোস স্টইনিস। এতো সব দুঃসংবাদের ভীড়ে আরও এক ধাক্কা খেল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ পেসার মিশেল স্টার্ক।
স্টিভ স্মিথকে অধিনায়ক করে সিএ’র নির্বাচক জর্জ বেইলি বুধবার দল ঘোষণা করেছেন। নতুন চেহারার পেস বোলিং আক্রমণে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার শেন অ্যাবট, নাথান এলিস ও অ্যারন হার্ডি এবং বাঁ-হাতি পেসার বেন ডারসুইচ ও স্পেন্সার জনসন।
এছাড়া দুই স্পিন অলরাউন্ডার ও দুই বিশেষজ্ঞ স্পিনার আছেন অস্ট্রেলিয়ার দলে। অলরাউন্ডার হলেন- গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শট। লেগ স্পিনার হলেন অ্যাডাম জাম্পা ও তানভির শাংহা। ব্যাটিং আক্রমণে ট্রাভিস হেডের সঙ্গে ফ্রেশার ম্যাকগার্ক, মার্নাস লাবুশানে, জস ইংগলিস ও অ্যালেক্স কেরি।
দল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচন বেইলি বলেন, ‘আমরা স্টার্কের সিদ্ধান্তের সম্মান জানাই। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। তবে তিনি না থাকায় অন্যের জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে।’
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল: স্টিথ স্মিথ (অধিনায়ক), শেন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডারসুইচ, নাথান এলিস, জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জস ইংগলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির শাংহা, ম্যাথু শট, অ্যাডাম জাম্পা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইনজ র
এছাড়াও পড়ুন:
এবার চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন স্টার্ক
ভাগ্যিস ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড বদলের সুযোগ রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তা না হলে, কি হতো একবার ভাবুন দেখি। ক্রিকেট অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার পর সেই দল থেকে গুণে গুনে ৫ জন ক্রিকেটার ছিটকে গেলেন! সেই দলভুক্ত সব শেষ নামটি গতিদানব মিচেল স্টার্ক। ব্যাপারটি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টার্ক। এই টুর্নামেন্টের ঘোষিত স্কোয়াড থেকে চোটের জন্য সর্বপ্রথম ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার মিচেল মার্শ। এরপর সেই পথ অনুসরণ করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং আরেক পেসার জশ হ্যাজলউড। এসবের মাঝে হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেম অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সব মিলিয়ে টালমাটাল অবস্থা অজিদের। এই চোটের মিছিলে অস্ট্রেলিয়া তাদের দলের মূল পেসারদের কাউকেই পাচ্ছে না এবার চ্যাম্পিয়নস ট্রফিতে।
আরো পড়ুন:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০০২: দুইদিনেও হয়নি শিরোপার ফয়সালা
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ার যারা
স্টার্ক কেন খেলবেন না, সেই ব্যাপারে পরিষ্কার করে জানাইনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, আমরা মিচের সিদ্ধান্তকে সম্মান করি। অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রতি তার প্রতিশ্রুতি সর্বজনবিদিত। তার ব্যথা সহ্য করার ক্ষমতা, প্রতিকূল পরিস্থিতিতে খেলে যাওয়া এবং দেশের হয়ে খেলার জন্য ক্যারিয়ারের অন্যান্য সুযোগ ত্যাগ করাও প্রশংসনীয়। তার অনুপস্থিতি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি ধাক্কা, তবে এটি অন্য কাউকে নিজেকে প্রমাণের সুযোগ দিচ্ছে।”
এদিকে এই ৫ ক্রিকেটারের বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে এসেছেন, শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা। আর অনুমেয় ভাবেই এই দলটির নেত্যৃত্বের ভার পড়েছে স্টিভেন স্মিথের উপর।
চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক) অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।
২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠের লড়াইয়ে নামবে টিম অস্ট্রেলিয়া। তবে তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা; যার প্রথমটি এখন চলছে।
ঢাকা/নাভিদ