চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ইনজুরির ধাক্কা লেগেছে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরির কারণে খেলতে পারবেন না টুর্নামেন্টে। ইনজুরিতে আসর শেষ জজ হ্যাজলউডেরও। 

মিশেল মার্শ আগেই ইনজুরির কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মার্কোস স্টইনিস। এতো সব দুঃসংবাদের ভীড়ে আরও এক ধাক্কা খেল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ পেসার মিশেল স্টার্ক। 

স্টিভ স্মিথকে অধিনায়ক করে সিএ’র নির্বাচক জর্জ বেইলি বুধবার দল ঘোষণা করেছেন। নতুন চেহারার পেস বোলিং আক্রমণে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার শেন অ্যাবট, নাথান এলিস ও অ্যারন হার্ডি এবং বাঁ-হাতি পেসার বেন ডারসুইচ ও স্পেন্সার জনসন। 

এছাড়া দুই স্পিন অলরাউন্ডার ও দুই বিশেষজ্ঞ স্পিনার আছেন অস্ট্রেলিয়ার দলে। অলরাউন্ডার হলেন- গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শট। লেগ স্পিনার হলেন অ্যাডাম জাম্পা ও তানভির শাংহা। ব্যাটিং আক্রমণে ট্রাভিস হেডের সঙ্গে ফ্রেশার ম্যাকগার্ক, মার্নাস লাবুশানে, জস ইংগলিস ও অ্যালেক্স কেরি। 

দল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচন বেইলি বলেন, ‘আমরা স্টার্কের সিদ্ধান্তের সম্মান জানাই। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। তবে তিনি না থাকায় অন্যের জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে।’ 

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল: স্টিথ স্মিথ (অধিনায়ক), শেন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডারসুইচ, নাথান এলিস, জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জস ইংগলিস, স্পেন্সার জনসন,  মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির শাংহা, ম্যাথু শট, অ্যাডাম জাম্পা। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইনজ র

এছাড়াও পড়ুন:

ব্যাটারি কারখানায় ডাকাতি, অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে লুট

সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ২০-২২ দুর্বৃত্ত আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে ১৮ শ্রমিককে মারধর পরে জিম্মি করে ব্যাটারি তৈরির সিসা, প্লেট, কানেক্টরসহ অন্তত ৫৫ লাখ টাকার সামগ্রী লুট করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী ট্রাকে করে নিয়ে গেছে তারা।

বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়াশ-বারুহাঁস সড়কের পশ্চিম দিকে হেদার খালে ভাই ভাই ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের মারধরে কারখানার শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অনন্ত আটজন আহত হয়েছেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।

শয়নুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বড় ট্রাকে ২০ থেকে ২২ জন কারখানায় আসে। তারা টিনের বেড়া ভেঙে কারখানায় ঢুকে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক, শামীমসহ ছয়জনকে জিম্মি করে। তারা বাধা দিলে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। বিশ্রামাগারে ঘুমিয়ে থাকা আরও ১০-১২ শ্রমিককে জিম্মি করে লুটপাট শুরু করে।

প্রায় চার ঘণ্টায় তারা কারখানা থেকে তিন টন ব্যাটারি তৈরির সিসা, ৩৪০ টাকা কেজি মূল্যের ১ হাজার ২০০ কেজি কানেক্টর, ২৫০ টাকা কেজির ১৬ টন প্লেট, ৬৩ হাজার টাকার ৯টি পুরোনো ব্যাটারিসহ প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালপত্র লুট করে ট্রাকে করে চলে যায়। তারা চলে গেলে শ্রমিকরা একে অপরের হাত-পায়ের বাঁধন খুলে পুলিশে খবর দেন।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাই ভাই ব্যাটারি কারখানায় ডাকাতির সত্যতা পাওয়া গেছে। ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

সম্পর্কিত নিবন্ধ