চার উপদেষ্টাকে নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা
Published: 12th, February 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার ‘আয়নাঘর’ পরিদর্শন করছেন। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ষেখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গোপন বন্দীশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, অধ্যাপক ইউনূস গোপন বন্দীশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮২ বারে ৩ লাখ ১ হাজার ৬৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৮৪ বারে ১৪ লাখ ৩৯ হাজার ৩৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮ বারে ৪৬ হাজার ২০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ফার্স্ট ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের ৪.৯৪ শতাংশ, লুব রেফ বাংলাদেশের ৪.৮২ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.৪২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৩.৯৬ শতাংশ, পিপলস লিজিংয়ের ৩.৮৫ শতাংশ এবং বাংলাদেশ অটোকার্সের ৩.৮২ শতাংশ দর কমেছে।
এসকেএস