মোটা দামে ওপেনএআই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। জবাবে কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা এবং চ্যাটজিপিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, ‘আমরা বিক্রির জন্য নই।’

গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘এআই অ্যাকশন সামিট’–এ অংশ নেন অল্টম্যান। সেখানে মঞ্চে দেওয়া একটি সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘আমরা অন্যান্য সংগঠনের মতো নই, আমাদের লক্ষ্য এজিআইকে (আর্টিফিশিয়াল জেনারেল ইনটেলিজেন্স) এমনভাবে তৈরি করা, যেন পুরো মানবজাতি এর সুবিধা গ্রহণ করতে পারে, ওটা করতেই আমরা এখানে।’

এজিআইয়ের সংজ্ঞা দিতে বলা হলো তখন অল্টম্যান বলেন, ‘বেশির ভাগ মানুষ এতে অভ্যস্ত হয়ে গেছে, অনেকটা, শক্তিশালী এআই ব্যবস্থা আসলেই শক্তিশালী।’
সম্প্রতি ওপেনএআই কেনার জন্য দর হাঁকিয়েছেন ইলন মাস্কের নেতৃত্বাধীন একদল বিনিয়োগকারী। তাঁরা ৯ হাজার ৭৪০ কোটি মার্কিন ডলারে এই প্রযুক্তি কোম্পানি কিনে নিতে নিয়ন্ত্রক সংস্থাকে প্রস্তাব দিয়েছেন।

মাস্কের আইনজীবী মার্ক টোবেরোফ এ খবর নিশ্চিত করে বলেছেন, তিনি গত সোমবার ওপেনএআই কিনতে নিয়ন্ত্রক সংস্থার কাছে দরপত্র জমা দিয়েছেন।

যাঁদের হাত ধরে ওপেনএআই আলোর মুখ দেখেছে, তাঁদের একজন ছিলেন মাস্ক। অল্টম্যানের পাশাপাশি তিনিও কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন। পরে মাস্ক ওপেনএআই থেকে সরে যান।

এর আগে মাস্কের ওপেনএআই কিনে নেওয়া প্রস্তাবের জবাবে অল্টম্যান মাস্কেরই মালিকানায় থাকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছিলেন, ‘না, আপনাকে ধন্যবাদ। তবে আপনি যদি চান, আমরা ৯৭৪ কোটি ডলারে টুইটার (ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর এক্স নাম দেন) কিনে নিতে পারি।’

আরও পড়ুনএবার ওপেনএআই কিনতে চান ইলন মাস্ক, দর দিয়েছেন ৯,৭৪০ কোটি ডলার২১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইলন ম স ক

এছাড়াও পড়ুন:

সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট আনতে যাচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সফটওয়্যার প্রকৌশলী এজেন্ট আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এআই এজেন্টটি মানুষের সহায়তা ছাড়াই কোড লিখে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবে। শুধু তাই নয়, নিজ থেকে সফটওয়্যারে থাকা ত্রুটি শনাক্ত করে সমাধানও করবে।

ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সারাহ ফ্রাইয়ার জানিয়েছেন, নতুন এআই এজেন্টের নাম ‘এ-এসডব্লিউই’ বা ‘এজেন্টিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার’। এটি ওপেনএআইয়ের তৈরি তৃতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট। এর আগে ‘অপারেটর’ ও ‘ডিপ রিসার্চ’ নামে দুটি এআই এজেন্ট চালু করেছে ওপেনএআই। এগুলো এখন শুধু চ্যাটজিপিটির প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারেন।

নিজেদের তৈরি সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্টের বিষয়ে সারাহ ফ্রাইয়ার জানান, এ-এসডব্লিউই একজন সফটওয়্যার প্রকৌশলীর মতোই কাজ করবে। কাজ বুঝিয়ে দিলে নিজ থেকে কোড লেখার পাশাপাশি সফটওয়্যারের মাননিয়ন্ত্রণ, ত্রুটি শনাক্তসহ প্রকল্প-সম্পর্কিত নথিপত্র তৈরি করে দেবে এআই এজেন্টটি।

ওপেনএআইয়ের তৈরি এআই এজেন্ট প্রকৃতপক্ষে একটি ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ বা কর্মক্ষমতা বৃদ্ধিকারী উপাদান হিসেবে কাজ করবে। এটি সফটওয়্যার প্রকৌশলীদের দলকে অনেক বেশি উৎপাদনশীল করে তুলতে পারে। তবে চলতি বছরের শুরুতে ওপেনএআইয়ের চালু করা ‘ডিপ রিসার্চ’ এজেন্টকে গবেষণা সহকারীর বিকল্প হিসেবে পরিচয় করানো হলেও এখনো তা পুরোপুরি সেই ভূমিকা পালন করতে পারছে না।

সূত্র: লাইভমিন্ট

সম্পর্কিত নিবন্ধ

  • সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট আনতে যাচ্ছে ওপেনএআই