Risingbd:
2025-02-12@10:01:32 GMT

চ্যাম্পিয়নস ট্রফির ফটোসেশনে

Published: 12th, February 2025 GMT

চ্যাম্পিয়নস ট্রফির ফটোসেশনে

পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ প্রথমে উড়াল দিবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) দেশ ছাড়বে টাইগাররা।  এরআগে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) মিরপুর শের ই বাঙলা স্টেডিয়ামে অফিশিয়াল ফটোসেশনে অংশ নেন নাজমুল হোসেন শান্ত বাহিনী।

আইসিসির বৈশ্বিক আসর গুলোর আগে, যে কোন দলের ফটোসেশন একটা আনুষ্ঠানিকতার অংশ। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেই চর্চা থেকে বের হয়ে গিয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপের পরই। নতুন বোর্ডের অধীনে আবারও দেখা দেল হারিয়ে যাওয়া সেই ফটোসেশন।  

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল হবে ৯ মার্চ করাচিতে, ভারত ফাইনালে গেলে দুবাইয়ে। বাংলাদেশ মাঠে নামবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে।

আরো পড়ুন:

জ্যোতিদের কোচের দায়িত্বে সারোয়ার ইমরান

চেনা ছন্দে নাহিদ

বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে, দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ কমিটির আহ্বায়ক অধ্যাপক তাহমিনা আক্তার। 

প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে- ছেলে ও মেয়েদের পৃথক ১০০ মিটার দৌড়, ছেলে ও মেয়েদের পৃথক রিলে দৌড় এবং যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল বলেন, “চলমান পরীক্ষার মধ্যেও শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রমাণ করে, তাদের উদ্যম ও আগ্রহ। ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।” এ সময় তিনি ভাষা শহীদ, ছাত্র আন্দোলনে শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ঢাকা/হাফছা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১২ ফেব্রুয়ারি ২০২৫)
  • এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন 
  • বিকেএসপি কাপ টেবিল টেনিসে রানার্সআপ যবিপ্রবি
  • দুর্নীতির দায়ে শোহেলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি
  • আন্তর্জাতিক সংস্থায় ঢাকার বাইরে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৪ হাজার
  • ৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে 
  • ঢাকায় ডেনমার্ক দূতাবাসে চাকরি, বেতন ছাড়াও আছে পেনশন স্কিম
  • আজ টিভিতে যা দেখবেন (১১ ফেব্রুয়ারি ২০২৫)
  • তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত