অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত: হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ
Published: 12th, February 2025 GMT
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চেয়ে রেফারেন্স পাঠান এবং এর ভিত্তিতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ রিট করলে হাইকোর্ট সেটি খারিজ করে দেন।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৩ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন। রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে।
হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত গ্রহণ করেন, যা আইনগতভাবে সমর্থিত। ২০২৪ সালের গণ–অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অংশ এবং এটি ভবিষ্যতে জনগণের স্মরণে থাকবে।
রিটটি ছিল ভ্রান্ত ধারণা, বিদ্বেষপ্রসূত ও হয়রানিমূলক, তাই এটি সরাসরি খারিজ করা হয়।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস হয়ে থাকবে। সুপ্রিম কোর্টের মতামত ও হাইকোর্টের রায়ের মাধ্যমে এটি বৈধতা পেয়েছে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতির সিদ্ধান্তকে আইনসম্মত বলে গণ্য করা হয়েছে। হাইকোর্টের রায় এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। এটি ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করা হয়। তাই এটি আইনি দলিল দিয়ে সমর্থিত, বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত।
সংবিধানের ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের বিষয়ে বলা আছে। অনুচ্ছেদটি বলছে, যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয়, আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যা এমন ধরনের ও এমন জনগুরুত্বসম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি (রাষ্ট্রপতি) প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন। ওই বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করতে পারবেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ গত ডিসেম্বরে রিটটি করেছিলেন। রিট আবেদনকারীপক্ষের ভাষ্য, যে বিষয় (অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) সংবিধানে নেই, সে বিষয়ে রেফারেন্স চাওয়া যায় না। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে রেফারেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করতে হবে। আপিল বিভাগের রুল অনুসারে, অ্যাটর্নি জেনারেল ও অন্যদের নোটিশ দিয়ে শুনানি করতে হবে। শুনানির জন্য নোটিশ দেওয়া হয়নি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের ভাষ্য, রেফারেন্সের বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে নোটিশ করা হয়েছিল। তিনি শুনানিতে অংশ নিয়েছেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ নিজেই শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম মনিরুল আলম।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: র ষ ট রপত খ র জ কর সমর থ ত আইনজ ব র জন য মত মত সরক র
এছাড়াও পড়ুন:
কোনো অজুহাতেই নির্বাচন বিলম্বিত করা যাবে না
বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা করেছেন; লেখক হিসেবেও পরিচিত। তিনি বিএনপির মনোনয়নে কুমিল্লা-২ আসন থেকে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন; একাধিকবার মন্ত্রীও ছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত সৃষ্টির লক্ষ্যে তিনি ১৯৭১ সালে ব্রিটেনে প্রবাসীদের সংগঠিত করেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। খন্দকার মোশাররফ হোসেন ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ১৯৭০ সালে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম ১৯৪৬ সালে কুমিল্লা জেলায়। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন।
সমকাল: বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আপনাদের দল বিএনপির সম্পর্ক কেমন যাচ্ছে?
খন্দকার মোশাররফ হোসেন: অন্তর্বর্তী সরকার সম্পর্কে আমাদের অবস্থান এই সরকার শপথ নেওয়ার পরপরই পরিষ্কার করেছি। মিডিয়াতেও আমরা বারবার তা তুলে ধরেছি। সরকারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল। ওই আন্দোলনটি গত বছর জুলাই মাসে শুরু হয় সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে। আগস্টে এটা নতুন মোড় নেয়। যেখানে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পাশাপাশি দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফেরত দানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো যুক্ত হয়। আপনারা জানেন, এগুলো আমরা গত ১৫ বছর লাগাতার বলেছি; এ নিয়ে আন্দোলন করেছি। আমরা আরও বলেছিলাম, গুম-খুন ইত্যাদি বন্ধ এবং এগুলোর নির্দেশদাতাসহ সংঘটকদের বিচার, ব্যাংক খাতে লুটপাট ও অর্থ পাচার বন্ধ এবং অপরাধীদের বিচার করতে হবে। শেখ হাসিনা আমাদের সেই আন্দোলনকে কী নির্মম পদ্ধতিতে দমন করতে চেয়েছে, তা আপনারা জানেন। এমনকি তিনি নিজে একাধিক জনসভায় বক্তৃতা দানকালে বিএনপিকে নির্মূল করার অঙ্গীকার করেছিলেন। তারই অংশ হিসেবে তারা আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় শাস্তি দিয়ে কারারুদ্ধ করেছে। তারই জেরে তাঁর সঠিক চিকিৎসা না হওয়ায় তিনি গুরুতর অসুস্থ হন। যে কারণে এখন তাঁকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বহু ভুয়া মামলায় সাজানো বিচারের মাধ্যমে সাজা ঘোষণা করেছিল সেই সরকার। আমাদের স্থায়ী কমিটির দু’একজন বাদে সবার বিরুদ্ধে বানোয়াট মামলা দেওয়া হয়; বারবার জেলে নেওয়া হয়। আমাকেও সেই সরকারের আমলে ভিত্তিহীন ১৭টি মামলায় কয়েক দফায় মোট প্রায় পাঁচ বছর জেলে থাকতে হয়েছে। আমাদের তৃণমূলের নেতাকর্মীও এই নির্যাতন থেকে রেহাই পায়নি।
সমকাল: আপনি বলতে চাচ্ছেন, বর্তমান সরকার আপনাদেরও আন্দোলনের ফসল?
খন্দকার মোশাররফ হোসেন: অবশ্যই। আমাদের ১৫ বছরের ধারাবাহিক আন্দোলনই ছাত্রদের আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছে। জনগণের কাছে আওয়ামী লীগ সরকারের স্বৈরতান্ত্রিক চেহারা পরিষ্কার হয়েছে। তা ছাড়া জুলাই আন্দোলনে বিএনপিও সর্বশক্তি নিয়োগ করেছিল, যা না হলে আন্দোলনটি চূড়ান্ত রূপ পেত না। স্মরণ করুন, ওই আন্দোলনের সময়ও আমাদের বিভিন্ন পর্যায়ের নেতারা গ্রেপ্তার হয়েছেন। আন্দোলনে শহীদ ও আহতদের একটা উল্লেখযোগ্য অংশ বিএনপির নেতাকর্মী।
সমকাল: কিন্তু সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাবার্তায় তো এর বিশেষ স্বীকৃতি মেলে না।
খন্দকার মোশাররফ হোসেন: আপনি জানেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তৎকালীন বিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠন যুক্ত ছিল, যেখানে সামনের সারিতে ছিল ছাত্রনেতারা। একটা গণঅভ্যুত্থানে যখন বিভিন্ন শক্তি সক্রিয় থাকে তখন তার কৃতিত্ব নিয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। তবে অভ্যুত্থানের লক্ষ্য পূরণের স্বার্থে বিএনপি ঐক্য ধরে রাখার পক্ষে। তাই কারও সঙ্গে যেন কোনো বিরোধে জড়িয়ে না পড়ি, সে বিষয়ে আমরা সতর্ক। আপনার মনে থাকার কথা, প্রধান উপদেষ্টা শপথ গ্রহণের পর প্রথম বিএনপির সঙ্গেই বৈঠক করেছিলেন। আমরাও আন্তরিকতার সঙ্গে তাঁর সঙ্গে রাষ্ট্র পরিচালনা নিয়ে কথা বলেছি।
সমকাল: আপনারা তখন প্রধান উপদেষ্টাকে কী বলেছিলেন?
খন্দকার মোশাররফ হোসেন: আমরা স্পষ্ট ভাষায় তাঁকে বলেছিলাম, গণতন্ত্র এবং জনগণের অধিকার নিশ্চিত ও টেকসই করতে হলে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার করা দরকার। তবে তার জন্য দেশ দীর্ঘদিন একটা অনির্বাচিত সরকারের অধীনে থাকতে পারে না। জরুরি কিছু সংস্কার করে তাদের উচিত হবে স্বল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করা, যেখানে জনগণ অবাধে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে। একমাত্র সেই জনগণের সরকারই কার্যকর সংস্কার করতে পারবে।
সমকাল: আপনারা এখনও সেই বক্তব্যে অটল?
খন্দকার মোশাররফ হোসেন: হ্যাঁ। আমরা মনে করি, পতিত স্বৈরাচার বিদেশে বসে নানা ষড়যন্ত্র-চক্রান্তের মাধ্যমে দেশের অস্থিতিশীলতা বাড়িয়ে দিতে পারে। সেটা মোকাবিলার জন্যও একটা জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন। এ মুহূর্তে নির্বাচনের দিন-তারিখ ঘোষিত হলে জনগণ নির্বাচনমুখী হবে। আর নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র টিকবে না। অর্থনীতিসহ দেশে বর্তমানে যেসব সংকট দেখা যাচ্ছে, সেগুলো নিরসন করতে হলেও নির্বাচিত সরকার দরকার। ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় সভা-সমাবেশ করার যে কর্মসূচি আমরা নিয়েছি, সেখানেও আমাদের প্রধান উদ্দেশ্য দ্রুত নির্বাচনের গুরুত্ব জনগণের সামনে তুলে ধরা এবং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া।
সমকাল: কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্ট করেই বলছেন, সরকার উৎখাত না হলে বিএনপিকে আরও অন্তত সাড়ে চার বছর অপেক্ষা করতে হতো। এখন বিএনপি নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া করছে কেন?
খন্দকার মোশাররফ হোসেন: এ কথা তারা বলতে পারে। বাস্তবতা হলো, সেই সরকারের পতন ঘটেছে এবং আমরা সবাই মিলেই তা সম্ভব করে তুলেছি। আর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এলেও এটা কোনো নির্বাচিত সরকার নয়; পুরো অনির্বাচিত সরকার। রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিচ্ছে, এটা সত্য। কিন্তু এ সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জানমালের নিরাপত্তা বিধানসহ জনগুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন সত্যিকার অর্থে জনসম্পৃক্ত কোনো দল কি ওই সমর্থন অব্যাহত রাখতে পারবে? ছাত্ররাও তো নিজেরা এখন আর ঐক্যবদ্ধ নয়। বিভিন্ন গ্রুপে তারা বিভক্ত। কোথাও কোথাও তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এগুলো বাড়তে থাকলে তার প্রভাব জনগণের মধ্যে কী হবে, তারা কি তা ভেবেছে? এর সুযোগ পতিত স্বৈরাচার নেবে না, তাও তো বলা যায় না। আমি যতটুকু জানি, এসব বিষয় উপদেষ্টামণ্ডলীর বহু সদস্যও ভাবছেন। তারাও বিশ্বাস করেন, দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিলেই কেবল তারা তাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ন রাখতে পারবেন। দেশের জন্যও তা মঙ্গলজনক। হ্যাঁ, তারা প্রকাশ্যে তা বলছেন না। কারণ এই না বলার জন্য তাদের ওপর এখনও কিছু চাপ কাজ করে। আমার বিশ্বাস, খুব শিগগির সরকারই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা দেবে।
সমকাল: আপনাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীও তো আপনাদের মতো নির্বাচন দাবি করছে না। দলটির আমির স্পষ্ট করেই বলেছেন– বিগত প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীদের অপরাধের বিচার হওয়ার আগে দেশে কোনো নির্বাচন হবে না।
খন্দকার মোশাররফ হোসেন: এটা একটা অবাস্তব যুক্তি, অযৌক্তিক বক্তব্য। কোন বিচার কখন শুরু হবে, কখন শেষ হবে, তা সম্পূর্ণ নির্ভর করে সংশ্লিষ্ট আদালতের সিদ্ধান্তের ওপর। এটা আদৌ কোনো সরকারের সিদ্ধান্ত নয়। ন্যূনতম আইনের শাসন ও কার্যকর বিচার ব্যবস্থা আছে, এমন একটা দেশে সরকার বিচারে সহযোগিতা করতে পারে। কিন্তু তা শুরু ও শেষ হওয়ার দিন-তারিখ ঠিক করে দিতে পারে না। এ ক্ষেত্রে যে কোনো সরকারি হস্তক্ষেপ বিচারকে শুধু বিদেশে নয়, দেশেও প্রশ্নের মুখে ফেলবে। জুলাই-আগস্টে দেশে যে সংখ্যক হত্যাকাণ্ড ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত সরকার তার বিতর্কমুক্ত একটা তালিকাই করতে পারেনি। এ কারণে এসব ঘটনায় দায়ের হওয়া মামলা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। তারপর একটা মামলায়ও কি চার্জশিট জমা পড়েছে? তদন্তই তো কোনোটার শেষ হয়নি। এ অবস্থায় তারা কীভাবে বলেন, বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না? বিচার হবে বিচারের নিয়মে। তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বিরোধও নেই।
সমকাল: তারা কী কারণে এগুলো বলছেন বলে আপনাদের ধারণা?
খন্দকার মোশাররফ হোসেন: সেটা আমি বলতে পারব না। এ প্রশ্ন সুযোগ হলে তাদের করতে পারেন। দেখুন, কোনো সদুত্তর দিতে পারেন কিনা। আমরা শুধু এটুকুই বলি, নির্বাচন বিলম্বিত করার জন্য এসব কথা যারা বলছেন তারা অযৌক্তিক ও অবাস্তব ভাবনার মধ্যে আছেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে না– এটা তারা যেমন বোঝেন, তেমনি জনগণও বোঝে, আমরাও বুঝি। তাই আমি আবারও জোর দিয়ে বলতে চাই, সম্মান নিয়ে বিদায় নিতে হলে সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে।
সমকাল: আমরা দেখেছি, বৈষম্যবিরোধী ছাত্রনেতারা যখন রাষ্ট্রপতির অপসারণ দাবি করলেন, তখন আপনারা তার বিরোধিতা করেছেন। বলেছেন, এর ফলে নির্বাচন পিছিয়ে যেতে পারে। এর পর জুলাই ঘোষণাপত্র নিয়েও একটা টানাপোড়েন দেখলাম। এখন যে ৩২ নম্বরসহ সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চলছে, সেটাও নির্বাচন বিলম্বিত করার পরিকল্পনার ফসল বলে আপনারাও মনে করছেন। এর শেষ কোথায় বলে আপনি মনে করেন?
খন্দকার মোশাররফ হোসেন: দেখুন, আমরা কিন্তু যেচে পড়ে সরকারকে কোনো পরামর্শ দিতে যাইনি। আমাদের ডাকলেই আমরা সরকারের সঙ্গে কথা বলতে গিয়েছি। যে রাষ্ট্রপতিকে একজন উপদেষ্টা অবৈধ বললেন, তাঁর কাছেই তো সরকার শপথ নিয়েছে; তাই না? তাহলে কি সরকারেরই বৈধতা প্রশ্নের মুখে পড়ে না? আসলে আমরা কোনো বাধা দিইনি। এসব প্রশ্নের উত্তর দিতে পারেনি বলেই তারা চুপ করে গেছে। আমাদের পরামর্শ হলো, এ ধরনের কোনো কিছু বলার আগে দশবার চিন্তা করা উচিত। রাষ্ট্র পরিচালনা কোনো সহজ বিষয় নয়। এটা নিয়ে ছেলেখেলা করা যায় না।
সমকাল: বলা হচ্ছে, বিচারের আগে নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচনে চলে আসতে পারে। আপনি কী মনে করেন?
খন্দকার মোশাররফ হোসেন: কে নির্বাচন করতে পারবে, কে করতে পারবে না– সে ব্যাপারে নির্বাচন কমিশন একটা ঘোষণা দিতে পারে। আর সরকার এর আইনগত দিক তৈরি করতে পারে। এগুলো কোনো কঠিন বিষয় নয়। আন্তরিক হলে সরকার এখনই তা করতে পারে। আমি শুধু এটুকু বলতে চাই, কোনো অজুহাতেই নির্বাচন বিলম্বিত করা যাবে না। করলে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া হবে তা মোকাবিলার জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে।
সমকাল: আপনার দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও কয়েকজন তো বলেছেন, বিএনপি কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। তারা চান জনগণ সিদ্ধান্ত নিক– রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান কী হবে। তারা এমন কথাও বলেছেন, আমরা ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে গুঁড়িয়ে দিতে চাই।
খন্দকার মোশাররফ হোসেন: এ বিষয়ে আমার বক্তব্য হলো, নির্বাচন বিষয়ে আমরা সরকারের কাছ থেকে এখনও কোনো পূর্ণাঙ্গ প্রস্তাব পাইনি। সেটা পেলে তা নিয়ে আমাদের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আলোচনা করব। তারপর আপনাদের একটা সিদ্ধান্ত জানাতে পারব। আপনার প্রশ্নের উত্তরও তখন আপনি পাবেন। তার আগে এ বিষয়ে অন্তত দলীয় বক্তব্য হিসেবে আমি কিছু বলতে পারব না। ইতোমধ্যে এ বিষয়ে আমাদের মধ্যে যিনি যা বলেছেন, তা তাঁর নিজস্ব বক্তব্য।
সমকাল: আওয়ামী লীগ না থাকলে নির্বাচনে আমরা প্রধান খেলোয়াড় হিসেবে বিএনপির বাইরে জামায়াত আর ছাত্রদের প্রস্তাবিত দলকে ধরতে পারি। ভোটারদের মধ্যে সেই নির্বাচন কেমন আলোড়ন তুলতে পারবে বলে মনে করেন?
খন্দকার মোশাররফ হোসেন: একটা নির্বাচনের ভালোমন্দ অংশগ্রহণকারীদের ওপর নির্ভর করে না। অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কাদের মধ্যে হচ্ছে, তা নির্বাচনের মান নির্ধারণ করে না। নির্বাচনের মান নির্ভর করে নির্বাচন পরিচালনা পদ্ধতির ওপর। জনগণ যদি অবাধে ভোট দিতে পারে, তাহলে তারাই ঠিক করবে কে বা কোন দল তাদের প্রতিনিধি হবেন। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না।
সমকাল: অতীতে বিএনপি সাধারণ জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। আপনাদের ঘোষণা আছে, নির্বাচনের পর বিজয়ী হলে আপনারা জাতীয় সরকার গঠন করবেন। সামনের নির্বাচনে কি আমরা বিএনপিকে জোটবদ্ধ হতে দেখব?
খন্দকার মোশাররফ হোসেন: এটা এখনই বলা যায় না। আমরা আগেও যখন জোট করেছি তা নির্ভর করেছে তৎকালীন পরিবেশ-পরিস্থিতির ওপর। এখনও নির্বাচনে কোনো তপশিল ঘোষণা হয়নি। তাই বলতে পারছি না, নির্বাচনটা একা, না জোটবদ্ধ হয়ে করতে হবে।
সমকাল: শেষ প্রশ্ন। বর্তমানে আইনশৃঙ্খলা, অর্থনীতিসহ প্রায় সর্বক্ষেত্রে যে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, আপনারা নির্বাচিত হয়ে এলে কি তা সহজে সামাল দিতে পারবেন?
খন্দকার মোশাররফ হোসেন: আমরা অনেক আগেই বুঝেছিলাম– শেখ হাসিনা দেশটার দফরফা করে দেবেন। অর্থাৎ বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা আগেই আঁচ করেছিলাম। তাই একটা প্রস্তুতিও আছে আমাদের তা মোকাবিলার। আমাদের নেত্রী খালেদা জিয়া বহু আগেই ভিশন-২০৩০ ঘোষণা করেছিলেন। তা ছাড়া ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবও আছে। আমি বলতে চাচ্ছি, বিদ্যমান পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। অতএব, নির্বাচিত হলে তা বাস্তবায়নে সমস্যা হবে না। নির্বাচনের সময় ঘোষণা করা হলে আমরা যে ইশতেহার দেব, সেটা দেখলেই আপনারা আমার এ বক্তব্যের যথার্থতা বুঝতে পারবেন।
সমকাল: ধন্যবাদ আপনাকে অসুস্থতা ও অতি ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য।
খন্দকার মোশাররফ হোসেন: আপনাকে এবং সমকালকে ধন্যবাদ।