পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিয়ে ‌‌‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে শহীদ কর্নেল মজিবুল হকের স্ত্রী না‎হরীন ফেরদৌস এই সংগঠনের ঘোষণা দেন। 

তিনি জানান, নতুন সংগঠন গঠনের প্রধান উদ্দেশ্য হলো শহীদ সেনা কর্মকর্তাদের অবদান ও তাদের স্মৃতি ধরে রাখা এবং শহীদ পরিবারগুলোর কল্যাণে কাজ করা।

নাহরীন ফেরদৌস বলেন, গত ১৬ বছর ধরে শহীদ পরিবারগুলো প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি তিন-চার হাজার মানুষের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করছে। এই ধারাবাহিকতায় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মতিতে একটি স্থায়ী প্ল্যাটফর্ম ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের যেকোনো শহীদ পরিবারের সদস্য এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন।

তিনি জানান, সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য www.

shaheedshenaassociation.com ওয়েবসাইটে এবং শহীদ সেনা অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এই সংগঠন মিলাদ মাহফিল, প্রদর্শনী, বই প্রকাশনা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ অন্যান্য সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবে। অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শহীদ অফিসারদের নিজ নিজ অবদান তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে শহীদ সেনা পরিবারের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব র র র সদস য গঠন র স গঠন

এছাড়াও পড়ুন:

দশম গ্রেডের আন্দোলনের অভিজ্ঞতার আলোকে কিছু কথা 

কষ্ট আর হাহাকার হৃদয়ে ধারণ করে দশম গ্রেড নিয়ে আন্দোলনের অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করছি। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রাণের দাবি; অত্যন্ত নূন্যতম একটি চাওয়া। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স কমপ্লিট করে এসে ১৩ গ্রেডের বেতন স্কেলে যেখানে সর্বসাকুল্যে ১৭,৫০০ টাকা দিয়ে চাকরি জীবন শুরু হয়, কীভাবে মেধাবীরা এই ডিপার্টমেন্টে আকৃষ্ট হবে? এটি একটি ব্লক পোস্ট, সারাজীবন চাকরি করে একজন শিক্ষক সহকারী হিসেবেই চাকরি জীবনের ইতি টানেন, যা অত্যন্ত দুঃখজনক, অবমাননাকর। যেখানে এতো বঞ্চনা, শোষণ, সেখানে প্রহসনমূলক সহপ্রধান শিক্ষক পদ সৃষ্টি ঠিক কতটা বাঞ্ছনীয়, সুশীল সমাজের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই ডিপার্টমেন্ট যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত। শিক্ষকতা এখন নামেই শুধু একটি মহান পেশা; অথচ এই সেক্টরের শিক্ষকেরা যুগ যুগ ধরে যাতাকলে নিষ্পেষিত। 

This Primary department have been being deprived decades after decades, This is the proper time to bring down all the shackles, all the disparity of this department. এখানে শুধু আশার বাণী শোনানো হয়- ‘শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লীর পতি সে তো কোন ছাড়’। এই নীতিকথাগুলো শুধু বইয়ে মানায়- এর বাস্তবায়ন কোথায়?

আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। মর্যাদা আদায়ের লড়াইয়ে আমরা আজ বদ্ধপরিকর। আমি এই পেশায় আসার আগে কলেজে অত্যন্ত দক্ষতার সঙ্গে ইংরেজি বিষয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি প্রায় ১০ বছরেরও বেশি। শতভাগ মেধার ভিত্তিতে ২০২০-এর নিয়োগে ২০২৩ সালে এখানে যোগদান করি। এখানে আসার আগে প্রাথমিকের, চিত্রটা আমার কাছে সুস্পষ্ট ছিলো না। এখানকার শিক্ষকরা ঠিক কতটা শোষিত, বঞ্চিত, নিপীড়িত আমার জানা ছিলো না। সরকারি চাকরি, চাকরির নিশ্চয়তার কথা চিন্তা করে স্বনামধন্য প্রতিষ্ঠানের সিনিয়র লেকচারার পদ ছেড়ে এখানে আসা। জরিপ করলে এমন হাজারো প্রভাষক পাওয়া যাবে এই ডিপার্টমেন্টে। 

এখানে ৯০ শতাংশ শিক্ষকই যোগ্য ও দক্ষ। বিগত কয়েক বছর ধরেই এখানে নিয়োগ হয় স্নাতক পাশ (২য় বিভাগ) এর ভিত্তিতে, অথচ বেতন কাঠামো মোটেও আকর্ষণীয় নয়, যার জন্য মেধাবীরা এখানে আসছে, কিন্তু থাকছে না। আমার সাথে নিয়োগকৃত অনেকেই ব্যাংক, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলে গেছে; অনেকেই চলে যাবে। এই বিষয়গুলো সর্বজনবিদিত। বিভিন্ন ট্রেনিংয়ে কর্মকর্তারাও বলেন, বেটার অপশন পেলে চলে যেতে। তাহলে আমার প্রশ্ন- এই ডিপার্টমেন্টে থাকবে কারা? প্রাথমিক শিক্ষা হলো সকল শিক্ষার মূল ভিত্তি। অতএব এখানে অনেক বেশি ইনভেস্ট করা উচিত, ঠিক যেভাবে ১৫-২০ তলা বিল্ডিংয়ের বেজমেন্টে বিনিয়োগ করা হয়। যেখানে কোমলমতি শিশুর ভিত্তি গড়ে ওঠে, সেই খাতে বরাদ্দ এতো কম কেনো? সেই খাতের শিক্ষকরা মানসম্মত জীবন যাপন করতে পারছেন না কেনো? শিক্ষক কেন ৩য় শ্রেণির? থার্ড ক্লাস কাতারের শিক্ষকদের দিয়ে ১ম শ্রেণির নাগরিক তৈরি করার আশা করা কি ঠিক? 

দশম গ্রেড দিয়ে মেধাবীদের যে এখানে ধরে রাখছেন না, এই ডিপার্টমেন্টটা যাদের জন্য, যাদের জন্য আপনি, আমি, TEO, ATEO, সচিব, আমলারা, শিক্ষা উপদেষ্টা পর্যন্ত তাদের নিয়ে কতটুকু ভাবছেন? প্রাথমিকের শিক্ষকদের, হাতে থেকে অক্ষরজ্ঞান নিয়ে; আজ সেই কলম তাদের বিরুদ্ধেই ধরেছেন? আমি বলব, যে প্রাইমারির জীর্ণশীর্ণ মাষ্টাররা কলম ধরতে শিখিয়েছে, সময় এসেছে কলমের খোঁচায় দশম গ্রেড দিয়ে ঋণ শোধ করার।-এটা আপনারা আমাদের ভিক্ষা দেবেন না। এটা আপনাদের গুরুদক্ষিণা। দৈনিক ৬.৬৬ টাকা টিফিন ভাতা কি করে দিতে পারেন আপনারা? 

আমরা প্রথম শ্রেণির কর্মকর্তা হবার যোগ্য। দশম গ্রেডের আন্দোলন বিগত কয়েক বছর ধরেই চলে আসছে। আমরা জেলা পর্যায়ে মানববন্ধন থেকে শুরু করে স্মারকলিপি প্রদান করার সমস্ত ধাপ অতিক্রম করেছি। দেশের ৬৪টি জেলা থেকেই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তারপরও প্রশাসনের এই যে নির্লিপ্ত আচরণ আজ আমাদের সত্যিই ভাবিয়ে তুলেছে, আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে এটা আমাদের জন্য সত্যিই হতাশাব্যঞ্জক। সম্মান, মর্যাদা, অধিকার যাদের প্রাপ্য, তারা রাস্তায় দাঁড়িয়ে আজ চিৎকার করে কাঁদে কেনো? এ লজ্জা কার? এ দায় কার? 

কয়েকটি তুলনামূলক প্রশ্ন উত্থাপন কররি। ডিপ্লোমা পাশ করে দশম গ্রেড পায় কি করে? ১৭ গ্রেড থেকে অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশম গ্রেডের মর্যাদা পায় কি করে? সচিবের ড্রাইভার শিক্ষকদের উপর ১২তম গ্রেড পায় কি করে? জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। 

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি বলেছেন রাষ্ট্রের সংস্কার করবেন। একটি রাষ্ট্রের সংস্কার করতে চাইলে সেই রাষ্ট্রের শিক্ষা খাতে সংস্কার সবচাইতে বেশি প্রয়োজন। অর্থনৈতিক শ্বেতপত্রে একটি জরিপ উঠে এসেছে, ইউএস ডলারে হিসাব করলে মালদ্বীপের শিক্ষকরা পাচ্ছেন ৯৬৩ ইউএস ডলার, যেখানে বাঙালিরা পাচ্ছে মাত্র ১৭০ ইউএস ডলার; যা অত্যন্ত দুঃখজনক। 

শিক্ষাবিদদের এখানে প্রধান্য দিতে হবে। আমরা তাকেই চাই যে সাধারণ শিক্ষকদের নিয়ে ভাববে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, প্রমোশনের পথ এতোটাই সুগম করা উচিত যাতে TEO, ATEO, DPEO থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের মধ্য থেকেই যোগ্যতার ভিত্তিতে হবে, শিক্ষকরাই শিক্ষা অধিদপ্তর চালাবে; শিক্ষা সেক্টরে আমলা নির্ভরতা কমাতে হবে। তাহলেই এই দেশের শিক্ষাখাতে আমূল পরিবর্তন আসবে।

যারা প্রাইমারির শিশুদের সঙ্গে কিন্ডারগার্টেন ও  ইংলিশ মিডিয়ামের শিশুদের তুলনা করেন, তাদের বলতে চাই, প্রাথমিকের অভিভাবকদের সাথে অন্যান্য অভিকাবকদের তুলনা করেছেন কি? প্রাথমিকের অভিভাবকরা কঠিন জীবনযুদ্ধে রত। তাদের অনেকে শিশুদের পড়াশোনার বিষয়ে উদাসীন। অতএব, কতটা চ্যালেঞ্জ গ্রহণ করে প্রাথমিকের শিক্ষকরা শিশুদের জীবন মান উন্নয়নে সচেষ্ট থাকেন দয়া করে ভেবে দেখবেন। তাদের প্রাপ্য মর্যাদা, প্রাপ্য সম্মান বুঝিয়ে দিন। আমরা ‘সহকারী প্রধান শিক্ষক’ পদ বাদ দিয়ে শতভাগ পদোন্নতিসহ দশম গ্রেড চাই । চাই-ই-চাই

লেখক: সহকারী শিক্ষক, ৭৭নং বাচামারা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর, মানিকগঞ্জ
 

তারা//

সম্পর্কিত নিবন্ধ