সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘কোর্স মানোন্নয়ন (ইম্প্রুভমেন্ট) পরীক্ষা’ পদ্ধতি চালু করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী ব্যাচের শিক্ষার্থীরা এ পদ্ধতিতে কোর্সের মানোন্নয়নের জন্য আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী কোনো কোর্সে গ্রেড বি মাইনাস অর্থাৎ সিজিপিএ ২ দশমিক ৭৫–এর কম পাবেন, শুধু তাঁরাই মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ফি ১২০ টাকা জমা দিতে হবে। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে বিভাগ অথবা ইনস্টিটিউটে কার্যক্রম সম্পন্ন করতে হবে। গত সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনপ্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, বিদ্যালয়কে লাল–হলুদ ও সবুজ শ্রেণিতে ভাগ করার সুপারিশ১০ ফেব্রুয়ারি ২০২৫

গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো.

মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখনো অনলাইনে এ পদ্ধতির আবেদন বা কোর্স নিবন্ধন পদ্ধতি যোগ করা হয়নি। শিগগিরই তা করা হবে। তবে এখন শিক্ষার্থীরা সনাতন পদ্ধতিতে কোর্সের ইম্প্রুভমেন্টের জন্য কাগজের ফরমে আবেদন করতে পারবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ অথবা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষার্থীদের কোর্স ইম্প্রুভমেন্ট পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট থেকে কোর্স নিবন্ধন ফরম (হার্ডকপি) সংগ্রহ করে তা পূরণপূর্বক সোনালী ব্যাংকের হিসাব নম্বর এসটিডি-৬–এ নিয়মিতহারে প্রতি ক্রেডিট তত্ত্বীয় ফি ১২০ টাকা হারে জমা দিয়ে ফরমসহ রসিদ ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে বিভাগ অথবা ইনস্টিটিউটে জমা দিতে হবে।

আরও পড়ুননার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদনের শর্তসহ জেনে নিন বিস্তারিত১ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে কোর্সের মানোন্নয়ন পরীক্ষার শর্তে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী কোনো কোর্সে গ্রেড বি মাইনাস অর্থাৎ সিজিপিএ ২ দশমিক ৭৫–এর কম পাবেন, শুধু তাঁরাই মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এমনকি একজন শিক্ষার্থী কেবল একবারই সর্বোচ্চ দুইটি তত্ত্বীয় কোর্সের মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র ন পর ক ষ

এছাড়াও পড়ুন:

জবির ক্রিকেট টুর্নামেন্টে এবার খেলবে ছাত্রীরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ছাত্রীরা। অপরদিকে, ছাত্রদের বিভাগে এটি সপ্তম আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা যাতে ধারাবাহিকভাবে নিয়মিত অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে। ক্রিকেটে প্রথমবারের মতো ছাত্রীদের অংশগ্রহণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক। এটি আমাদের ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।”

ক্রীড়া কমিটি ও ক্রীড়া উপ-কমিটির (ক্রিকেট ও লং টেনিস) আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। স্বাগত বক্তব্য দেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

এবারের প্রতিযোগিতায় ছাত্রদের শাখায় ২৯টি বিভাগ ও একটি ইনস্টিটিউটসহ মোট ৩০টি দল এবং ছাত্রীদের শাখায় ১৫টি বিভাগ ও একটি ইনস্টিটিউটসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী দিনে ছাত্রদের ক্যাটাগরিতে ইসলামিক স্টাডিজ বিভাগ ও নাট্যকলা বিভাগের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথমবার যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পাড়ি দিলো ট্রেন
  • ২০ লাখ টাকার পিচে ঘাসের হাসি
  • ফুটবলের কিট স্পন্সর পেল ‘দৌড়’
  • ওমরা পালনে সৌদি আরবে যাচ্ছেন ওমর সানী
  • হামলার পর প্রথমবার সাংবাদিকদের যা জানালেন সাইফ
  • জবির ক্রিকেট টুর্নামেন্টে এবার খেলবে ছাত্রীরাও
  • ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ করছে কমিশন: ইসি আনোয়ারুল
  • রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট সম্মেলন অনুষ্ঠিত
  • নির্বাচনে লড়ছেন ওমর সানী