সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) দুপুর থেকে ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন ১-এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলাস্থ বিমানবন্দর ক্যাটারিং হাউস ও সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া জোয়ার সাহারা, নিকুঞ্জ ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এম জি

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

বায়ার্নকে বিদায় করে সেমিতে ইন্টার

কাজটা প্রথম লেগেই এগিয়ে রেখেছিল ইন্টার মিলান। ইতালির জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছিল।

দ্বিতীয় লেগে ইন্টারের শক্তিশালী রক্ষণ ভেঙে জিততে হতে বাভারিয়ানদের। বায়ার্ন জোড়া গোল পেলেও জিততে পারেনি। ২-২ গোলের সমতা করেছে। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠে গেছে ইনগাঘির ইন্টার মিলান।

সান সিরোতে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে হ্যারি কেন গোল করে কামব্যাকের আসা জাগায়। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা করে ফেলে। 

পরেই গোল করে লিড নেয় ইন্টার। গোলটি আসে ইতালির লিগ টেবিলে শীর্ষে থাকা দল ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। ৬১ মিনিটে ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড ইন্টারকে ২-১ গোলে এগিয়ে নেন। 

ওই গোলও শোধ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৭৬ মিনিটে গোল করেন এরিক ডায়ার। পরের সময়টা জাল অক্ষুন্ন রেখে শেষ চারে পা রেখেছে ইনগাঘির দল।

সম্পর্কিত নিবন্ধ