তাইওয়ান প্রণালি অতিক্রম করল দুটি মার্কিন নৌযান, চীনের তীব্র প্রতিক্রিয়া
Published: 12th, February 2025 GMT
তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের দুটি নৌযান, যা ওয়াশিংটন-বেইজিং মধ্যাকার সম্পর্ককে নতুন দিকে নিয়ে যেতে পারে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আর্লে বার্ক-ক্লাস গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ইউএসএস রালফ জনসন এবং পাথফাইন্ডার-ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিচ উত্তর থেকে দক্ষিণ অভিমুখে গত ১০ থেকে ১২ ফেব্রুয়ারি এই জলপথ অতিক্রম করে।
তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌযানের উপস্থিতি স্বাভাবিকভাবেই চীনের ক্ষোভ বাড়িয়েছে। চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির (PLA) ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তারা মার্কিন জাহাজগুলোর চলাচলের ওপর নজরদারি করেছে এবং এ ধরনের কর্মকাণ্ড ভুল বার্তা দেওয়ার পাশাপাশি নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি করে। খবর- রয়টার্স
এছাড়াও চীনের সামরিক বাহিনী জানায়, মার্কিন জাহাজগুলো পর্যবেক্ষণের জন্য তারা যুদ্ধবিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের মুখপাত্র, নৌবাহিনীর কমান্ডার ম্যাথিউ কোমের বলেন, জাহাজ দুটি আন্তর্জাতিক আইনের আওতায় তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করেছে। কোনো উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রসীমায় প্রবেশ করা হয়নি।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে একই সময়ে চীনের ৩৯টি যুদ্ধবিমান এবং ৭টি নৌযানকে তাইওয়ানের চারপাশে টহল দিতে দেখা গেছে, যা দ্বীপটির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
তাইওয়ান প্রণালি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র দাবি করে, এটি একটি আন্তর্জাতিক জলপথ, যেখানে মুক্তভাবে নৌযান চলাচল করা উচিত। অন্যদিকে, চীন এই অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে এবং মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে উসকানিমূলক বলে মনে করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর এবারই প্রথম দুটি মার্কিন নৌযান তাইওয়ান প্রণালি অতিক্রম করল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ইওয় ন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৫ মার্চ ২০২৫)
মেয়েদের আইপিএলের ফাইনাল আজ। রাতে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস
আবাহনী–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
প্রাইম ব্যাংক–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
ফাইনাল
দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১
ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
লাইপজিগ–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ম্যানচেস্টার সিটি–ব্রাইটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
এভারটন–ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
বোর্নমাউথ–ব্রেন্টফোর্ড
রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ভিয়ারিয়াল–রিয়াল মাদ্রিদ
রাত ১১–৩০ মি., জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট
আল তাউন–আল হিলাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫