নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার একদিন পরই স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল হাসান বাবুলের কমিটি স্থগিতের আদেশে অনুমোদন দেন। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষতির বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। 

এর আগে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক, শোয়েব মিনাকে সদস্য সচিব এবং ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা ‍কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়। 

নড়াইল জেলা কৃষক দলের সদ্য সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন জানান, হিমায়েত হুসাইন ফারুক বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন। তাকে নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক করায় নেতাকর্মীরা হতাশ ছিলেন।

ঢাকা/শরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

থানার ফটকের সামনে টিকটক ভিডিও বানানো আ.লীগ নেত্রীর জামিন

নাটোরের বড়াইগ্রাম থানার ফটকের সামনে  ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে নেচে-গেয়ে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে জামিন দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমন শুনানি শেষে তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া। 

আরো পড়ুন: ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক করা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

আরো পড়ুন:

ধামরাইয়ের সড়কে ঝরল প্রাণ

সিরাজদিখান থানায় হামলা, ৪ গাড়ি ভাঙচুর

এর আগে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকার নিজ বাড়ি থেকে শিউলীকে গ্রেপ্তার করে পুলিশ। 

শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী। শিউলি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘ফুটবল মার্কা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও বানান আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ