দেশে বাণিজ্যিক ফুল চাষের জনক শের আলী মারা গেছেন
Published: 12th, February 2025 GMT
দেশে বাণিজ্যিক ফুল চাষের জনক শের আলী সরদার মারা গেছেন। বুধবার ভোররাতে যশোরের ঝিকরগাছার গদখালি পানিসারা গ্রামে নিজ বাড়িতে মারা যন তিনি। তার বয়স হয়েছিল আটাত্তর বছর। ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন তিনি শয্যাসায়ী ছিলেন।
বুধবার বাদ যোহর শের আলীর বাড়ি সংলগ্ন হিমাগারের সামনে প্রথম জানাজা এবং বাদ আসর গদখালি ফুল বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
শের আলী সরদারের হাত ধরে ১৯৮২ সালে বাংলাদেশে যাত্রা শুরু বাণিজ্যিক ফুল চাষের। তার দেখানো পথ ধরে এখন শুধু যশোরে ফুল চাষের ওপর নির্ভরশীল ছয় হাজার মানুষ। বাণিজ্যিক ফুল চাষের ব্যাপ্তি ঘটেছে দেশের অন্যান্য অঞ্চলেও।
এদিকে ফুলচাষের প্রসারে ৫ দশকেরও বেশি সময় ধরে নীরবে কাজ করে চলা শের আলী সরদারের মেলেনি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি। জীবদ্দশায় তাকে জাতীয় পদক প্রদানের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শের আলীর স্বজন ও স্থানীয় ফুল চাষীরা।
স্থানীয় ফুলচাষী ও ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, দেশের কৃষি ও অর্থনীতিতে বিপ্লব সৃষ্টিকারী ছিলেন শের আলী সরদার। কিন্তু তার সেই অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলাটা খুবই দুঃখজনক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
থানার ফটকের সামনে টিকটক ভিডিও বানানো আ.লীগ নেত্রীর জামিন
নাটোরের বড়াইগ্রাম থানার ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে নেচে-গেয়ে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমন শুনানি শেষে তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া।
আরো পড়ুন: ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক করা আ.লীগ নেত্রী গ্রেপ্তার
আরো পড়ুন:
ধামরাইয়ের সড়কে ঝরল প্রাণ
সিরাজদিখান থানায় হামলা, ৪ গাড়ি ভাঙচুর
এর আগে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকার নিজ বাড়ি থেকে শিউলীকে গ্রেপ্তার করে পুলিশ।
শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী। শিউলি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘ফুটবল মার্কা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও বানান আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/আরিফুল/মাসুদ