‘আমি রান্না করি আর রাজকুমার থালাবাসন ধুয়ে আমাকে সাহায্য করে’
Published: 12th, February 2025 GMT
বলিউড তারকা যুগল রাজকুমার রাও-পত্রলেখা। প্রায় এক যুগ প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০২১ সালের ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন তারা। সম্পর্কের রসায়ন নিয়ে এ জুটি জানিয়েছেন— তাদের সম্পর্কের প্রাথমিক ভিত্তি পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা।
রাজকুমারের সঙ্গে সম্পর্কের রসায়ন বর্ণনা করতে গিয়ে পত্রলেখা বলেন, “আমরা শুরু থেকেই একমত ছিলাম যে, আমাদের সম্পর্কের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। ছোট-বড় যাই হোক, সবকিছুই ভাগ করে নেব। এখন পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিত্যদিনের বাড়ির কাজগুলোও ভাগ করে নিই। এগুলোর মধ্যে রয়েছে— রান্না করা, জামাকাপড় কাচা, বাসন মাজা ইত্যাদি।
রাজকুমার সাংসারিক কাজে সহায়তা করে থাকেন। এ তথ্য উল্লেখ করে পত্রলেখা বলেন, “সে ভীষণ গুছিয়ে কাজ করে। বাড়ির ছোটখাটো জিনসপত্র কোথায় রাখা থাকে, সেটাও সে জানে। আমি রান্না করতে ভালোবাসি আর রাজকুমার থালাবাসন ধুয়ে সবসময় আমাকে সাহায্য করে। এই ছোট ছোট কাজগুলো ভাগ করে নেওয়াই আমাদের আরো কাছে নিয়ে আসে। আমরা সমতায় বিশ্বাস করি আর কাজেও সেটা প্রতিফলিত হয়।”
আরো পড়ুন:
চুম্বন দৃশ্যের শুটিংয়ের পর কেন কেঁদেছিলেন মাধুরী?
সালমানকে নিয়ে অ্যাটলির নয়া মিশন, বাজেট ৭০০ কোটি টাকা!
স্ত্রীর সঙ্গে সম্পর্কের ব্যাপার ব্যাখ্যা করতে গিয়ে রাজকুমার বলেন, “আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, ছোট ছোট কাজ থেকেই সমতার সূচনা। পত্রলেখা যখন রান্নার কাজ করে, তখন আমি বাসন মাজতে ভালোবাসি। অথবা যখন ও বাইরে থাকে, তখন আমি বাড়ির টুকটাক কাজ করে থাকি। এটা পরস্পরের জীবনকে সহজ করার একটা বড় উপায়। আমাদের কাছে এটা নম্বর তোলার বিষয় নয়। বরং এটা একে অপরের পাশে থাকার ব্যাপার।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগ, ৪ পদে নেবে ১৬ জন
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪টি পদে মোট ১৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। আবেদন করতে হবে অনলাইনে। আগামীকাল বৃহস্পতিবার থেকে অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে।
পদের নাম ও পদসংখ্যা১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৪
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/–
আরও পড়ুনডাক অধিদপ্তরে আবারও বড় নিয়োগ, পদ ২৫৫১ ঘণ্টা আগে২. কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৯
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
৪. অফিস সহায়কপদসংখ্যা: ১২
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
আরও পড়ুনবন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৩৩৭২৮ জানুয়ারি ২০২৫চাকরি আবেদনের বয়সপ্রার্থীর বয়স ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিড গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আরও পড়ুনবিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ৩ ঘণ্টা আগেআবেদনের শেষ দিন কবেআগামী ১২ মার্চ পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।