কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি খুলে নেয় তারা। 

এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। ৯ ফেব্রুয়ারি রোববার রাত ২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের আন্তজার্তিক সীমানা পিলার ৯৭৮/৯-এস এর কাছের শূন্যরেখায় ভারতের ভেতরের দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী মসজিদের সামনে একটি ইউক্লিপটাস গাছের সঙ্গে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে বিএসএফের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা। 

বিজিবি এর জোরালো প্রতিবাদ জানায়। ১০ ফেব্রুয়ারি সোমবার সারাদিন এ নিয়ে স্থানীয় বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও এর সুরাহা হয়নি। পরে ১১ ফেব্রয়ারি মঙ্গলবার সকাল ১১টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি সরিয়ে নিতে সম্মত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে.

কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।

 

 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসএফ ব এসএফ র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে ঢুকে জেলেদের হামলা করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা জেলেদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, বিএসএফ জেলেদের মারধর করে তিনটি নৌকা নিয়ে গেছে। 

বিজিবি বলছে, তারা জানতে পেরেছে, বাংলাদেশি জেলেরা ভারতের সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ তাদের তিনটি নৌকা আটকে দিয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত নদী কালিন্দির বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় ঘটনাটি ঘটে।  

আরো পড়ুন:

বগুড়ায় হামলায় ২ পুলিশ আহত

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর, আটক ৬

হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের রমজান আলী, শাহাজান আলী, শাহাদাৎ হোসেন, মো. শাহাজান, আতাউর রহমান, মো. আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

হামলার শিকার শাহাদাৎ হোসেন জানান, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে চারদিন আগে তারা সুন্দরবনে যান। তিনটি নৌকার ১২ জন জেলে দুইদিন ধরে বাংলাদেশের সীমানাভুক্ত উলোখালীর চরে পাটা জাল পেতে মাছ ধরছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুইটি স্পিডবোট নিয়ে বিএসএফ সদস্যরা সেখানে যান ও তাদের মারধর শুরু করেন।

তিনি আরো জানান, তারা নদীতে পেতে রাখা জাল ও সেখানে থাকা নৌকা ফেলে বনের মধ্যে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন। নৌকা নিয়ে পরে বিএসএফ সদস্যরা চলে যায়।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, বিএসএফের মারধরের শিকার আট জেলের মধ্যে ছয়জন তার এলাকার। বিএসএফ নৌকা নিয়ে উলোখালীর চর থেকে তাড়িয়ে দেওয়ায় তারা পায়ে হেঁটে বনের মধ্য দিয়ে লোকালয়ে ফিরছেন। সেখানে পেতে রাখা জাল উদ্ধারের চেষ্টা করা হবে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, “বিএসএফ সদস্যরা বাংলাদেশী সীমানায় ঢুকে তিনটি নৌকা নিয়ে গেছে বলে শুনেছি।” 

বুধবার (১৬ এপ্রিল) সাতক্ষীরা ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, “আমরা যতদূর খবর পেয়েছি, মঙ্গলবার রাতে বাংলাদেশি জেলেরা ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা করেছিল। তখন বিএসএফ তাদের তিনটি নৌকা আটকে দিয়েছে। হামলা বা গুলির কোন ঘটনা সেখানে ঘটেনি।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সীমান্তে অব্যাহত বাংলাদেশি হত্যায় এনসিপির উদ্বেগ
  • মুর্শিদাবাদে সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ
  • আইন ভেঙে বেড়া নির্মাণচেষ্টা, বাধায় পিছু হটল বিএসএফ
  • সুন্দরবনে জেলেদের ৩টি নৌকা নিয়ে গেল বিএসএফ, ৯ জেলে সারা রাত কাটালেন গাছে
  • হাতীবান্ধা সীমান্তে গুলিতে আহত বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে গেল বিএসএফ
  • বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত
  • সুন্দরবনে জেলেদের মারধর, দুই নৌকা ছিনতাই বিএসএফের
  • বিজেপিকে ধুয়ে দিলেন মমতা, তুললেন ইউনূস-মোদি বৈঠকের কথাও
  • বাংলাদেশে ঢুকে জেলেদের হামলা করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
  • পশ্চিমবঙ্গের প্রতিবেশী শ্রীলঙ্কা!