ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌবাহিনীর প্রথম জাহাজ, কড়া প্রতিক্রিয়া চীনের
Published: 12th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি জাহাজ চলতি সপ্তাহে তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ক্ষমতা নেওয়ার পর এবারই প্রথম তাইওয়ান প্রণালিতে গেল মার্কিন জাহাজ।
তাইওয়ান প্রণালিতে মার্কিন জাহাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলেছে, এমন কর্মকাণ্ড নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি করে।
মার্কিন নৌবাহিনী মাঝেমধ্যে মিত্রদেশগুলোর জাহাজের সঙ্গে থাকে। মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালি অতিক্রম করে। যদিও তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে চীন। দেশটির দাবি, কৌশলগত এ জলপথ তাদের।
আর্লে বার্ক-ক্লাস গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ইউএসএস রালফ জনসন এবং পাথফাইন্ডার-ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিচ নামের দুটি নৌযান তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। আরও জানানো হয়েছে, উত্তর থেকে দক্ষিণ অভিমুখী এই দুটি জাহাজ ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে পার হবে।
মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের মুখপাত্র, নৌবাহিনীর কমান্ডার ম্যাথিউ কোমের বলেন, জাহাজ দুটি কোনো উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রসীমার বাইরে ট্রানজিট হিসেবে প্রণালি অতিক্রম করেছে।
চীনের সামরিক বাহিনী বলেছে, সমুদ্রপথে নজরদারির জন্য বাহিনী পাঠানো হয়েছে।
পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড আজ বুধবার জানায়, যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ড ভুল বার্তা দেয় এবং নিরাপত্তাঝুঁকি বাড়িয়ে তোলে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনীও বিষয়টির ওপর নজর রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক ছিল।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, তারা তাইওয়ানের চারপাশে চীনের ৩৯টি যুদ্ধবিমান ও ৭টি নৌযান শনাক্ত করেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শরীয়তপুরের জাজিরায় আবারও সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল (হাতবোমা) বিস্ফোরণ ঘটানো হয়।
গতকাল রোববার দুপুরে জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় এ সংঘর্ষ হয়। এতে এক তরুণের হাতের কব্জিতে গুরুতর ক্ষত হয় এবং আরও একজন আহত হন।
জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালী ও জয়নগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হালিম তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। আওয়ামী লীগ সরকার পতনের পর এই দুই নেতা আত্মগোপনে গেলে স্থানীয় পর্যায়ে তাদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন জসিম তালুকদার ও নুর আলম সরদার।
রোববার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এ সময় নুর আলম সরদারের অনুসারীরা প্রতিপক্ষের ওপর ককটেল বোমা নিক্ষেপ করে। এরপর উভয় পক্ষ ঘণ্টা-ব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও মারামারি। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষের কিছু দৃশ্য স্থানীয় এক ব্যক্তির সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪ মিনিট ৪৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, এক পক্ষের সমর্থকরা বালতিতে করে ককটেল নিয়ে প্রতিপক্ষের দিকে নিক্ষেপ করছেন। তাদের হাতে ছিল টেঁটা, রামদা, ছেনদা, বল্লম, ডাল-সুরকি ও অন্যান্য দেশীয় অস্ত্র।
সম্প্রতি জাজিরার বিলাশপুরে সংঘর্ষের ঘটনায় খইয়ের মতো ককটেল বিস্ফোরণ দেশজুড়ে আলোচিত হয়। গত ৫ এপ্রিল সেখানে দুই শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এখনও আলোচনায় রয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো ছাব্বিশপারা এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কিছু হাতবোমা বিস্ফোরিত হয় বলে জানতে পেরেছি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।