কোম্পানির উৎপাদন বন্ধের খবরেও শেয়ারবাজারে দাম বাড়ছে শেয়ারের। আর এ ঘটনা ঘটেছে বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলসের শেয়ার নিয়ে। আজ বুধবার লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ১০ পয়সা বেড়ে দাঁড়ায় ৯ টাকা ৪০ পয়সায়।

এদিকে ডিএসইর মাধ্যমে আজই কোম্পানিটি তাদের কারখানা বন্ধের কথা জানিয়েছে বিনিয়োগকারীদের। কোম্পানিটি জানায়, লোকসান কমাতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়েছে। আপাতত দুই মাসের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। দুই মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলেও নির্ধারিত সময় পর কোম্পানিটি আবার উৎপাদনে ফিরবে কি না, বিষয়টি নিশ্চিত করেনি কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসইতে দেওয়া তথ্যে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ে আবারও উৎপাদন শুরুর চেষ্টা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে কারখানা বন্ধের সিদ্ধান্ত জানানোর আগে ডিএসইর একটি দল ৩ ফেব্রুয়ারি সরেজমিন কারখানা বন্ধের খবর জানতে পারে। এরপরই তা ডিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হয়। ডিএসইর প্রতিনিধিদলের সরেজমিন পরিদর্শনের পাওয়া তথ্য প্রকাশের এক সপ্তাহের বেশি সময় পর কোম্পানির পক্ষ থেকে কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ থাকলেও কোম্পানির পক্ষ থেকে সেই তথ্য গোপন রাখা হয়।

সাফকো স্পিনিংয়ের সবশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সর্বশেষ গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে কোম্পানিটি দেড় কোটি টাকার বেশি লোকসান করেছে। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল সাড়ে সাত কোটি টাকার বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান ছয় কোটি টাকার মতো কমেছে। তারপরও লোকসানের ধাক্কা সামলাতে না পেরে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং ২০২২ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। এ কারণে কোম্পানিটি বর্তমানে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড এসইর বন ধ র

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে লেনদেন চলছে, সূচকের উত্থান

চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেলা ১২টা পর্যন্ত অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বুধবার লেনদেন শুরুর পর দুই ঘণ্টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৮.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৫ হাজার ২১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৩.৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ৩৮৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ৭৩টির।

আরো পড়ুন:

বিএসইসি চেয়ারম্যান-কলম্বো স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান সাক্ষাৎ

ফার্স্ট ফাইন্যান্সের সিইও হলেন আব্দুল বারী

অন্যদিকে, সিএসইর সিএসইএক্স সূচক ২১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৮ হাজার ৮২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএএসপিআই সূচক ৩০.৮৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩২ পয়েন্টে, শরিয়াহ সূচক সিএসআই ২.৭১ পয়েন্ট বেড়ে ৯৪৮ পয়েন্টে এবং সিএস৩০ সূচক ৯.৭৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮৬৫ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ১৪১টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • পুঁজিবাজারে লেনদেন চলছে, সূচকের উত্থান