নড়াইল-২ আসনে জামায়াতের প্রার্থী আতাউর
Published: 12th, February 2025 GMT
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুইটি আসনের মধ্যে একটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর) আসনের জন্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জান এতথ্য নিশ্চিত করেছেন।
আতাউর রহমান বাচ্চু নড়াইল জেলা জামায়াতের আমির।
আরো পড়ুন:
জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
চাঁদা দাবি, জামায়াত নেতা বহিষ্কার
জামায়াত সূত্রে জানা যায়, সারা দেশের সব সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জামায়াতের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়ভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল-২ আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
জামায়াতের নড়াইল জেলার আমির আতাউর রহমান বাচ্চু বলেন, “নূন্যতম সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই আশা করছি। সুষ্ঠু নির্বাচন হলে নড়াইলের দুইটি আসনেই জামায়াত ভালো করবে। নড়াইলের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা পালন করব।”
ঢাকা/শরিফুল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
থানার ফটকের সামনে টিকটক ভিডিও বানানো আ.লীগ নেত্রীর জামিন
নাটোরের বড়াইগ্রাম থানার ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে নেচে-গেয়ে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমন শুনানি শেষে তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া।
আরো পড়ুন: ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক করা আ.লীগ নেত্রী গ্রেপ্তার
আরো পড়ুন:
ধামরাইয়ের সড়কে ঝরল প্রাণ
সিরাজদিখান থানায় হামলা, ৪ গাড়ি ভাঙচুর
এর আগে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকার নিজ বাড়ি থেকে শিউলীকে গ্রেপ্তার করে পুলিশ।
শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী। শিউলি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘ফুটবল মার্কা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও বানান আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/আরিফুল/মাসুদ