Prothomalo:
2025-03-15@07:35:44 GMT

মুন্নাকে কি ভুলে যাবে বাংলাদেশ

Published: 12th, February 2025 GMT

সারা বছর কেউ খবর রাখে না—চোখেমুখে রাজ্যের হতাশা নিয়েই কথাটা বলছিলেন কিংবদন্তি ফুটবলার কিংব্যাকখ্যাত মোনেম মুন্নার সহধর্মিণী সুরভী মোনেম।

মুন্না চলে যাওয়ার ২০ বছর পূর্তি আজ। অথচ তাঁর স্মৃতি সংরক্ষণে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কারও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) দৃশ্যমান কিছু করেনি। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ভবিষ্যতে মুন্নাসহ দেশের নামকরা ফুটবলারদের স্মৃতি সংরক্ষণে আর্কাইভ করার পরিকল্পনা আছে তাঁদের, ‘আমরা অবশ্যই আর্কাইভ করব। যেখানে মুন্নার মতো কিংবদন্তি ফুটবলাররাও থাকবেন। তাঁরা তো আমাদের রত্ন। দেশের ইতিহাস যাতে নতুন প্রজন্ম জানতে পারে, সে ব্যবস্থা অবশ্যই থাকবে।’

আমি মরে গেলে মুন্নাকে নিয়ে বলারও কেউ থাকবে না। আমার ছেলে–মেয়ে এতটা ইতিহাস জানে না। তবে আমরা মাঝেমধ্যে বললে মন দিয়ে শোনে। বোঝার চেষ্টা করে।সুরভী মোনেম

জীবনের শেষ দিনগুলো ধানমন্ডির শেরেবাংলা রোডের ৪৯/এ নম্বর বাড়ির ছোট্ট একটি ফ্ল্যাটে কাটিয়েছেন এই মহানায়ক। কাল সেখানে গিয়ে পা রাখতেই চোখে পড়ল কতশত স্মৃতি। ঘরের দেয়ালের পশ্চিম পাশে বড় করে টাঙানো অনেক ছবি। শোকেসে থরেথরে সাজানো ক্রেস্ট, সম্মাননা স্মারকসহ আরও কিছু স্মৃতি-স্মারক। এগুলোই এখন মুন্নার পরিবারের বড় সম্পদ।

মোনেম মুন্নার জার্সির সামনে স্ত্রী ও পুত্র.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত 
জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

সম্পর্কিত নিবন্ধ