মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গভীর রাতে একটি বাসে আগুন লেগে চালকের এক সহকারী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার বালিগাঁও বাজার সেতুর ওপরে থেমে থাকা বাসে ওই ঘটনা ঘটে।

চালকের সহকারী ওই কিশোরের নাম সাহাবীর মিয়া (১৪)। সে লৌহজং উপজেলার পালগাঁও পাঠানবাড়ি এলাকার সোহেল মিয়ার ছেলে। আগুনে পুড়ে গেছে গাঙচিল পরিবহনের একটি বাস। এটি বালিগাঁও-লৌহজং হয়ে রাজধানী ঢাকায় চলাচল করে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, দিনের কাজ শেষে গতকাল রাতে বাসে ভেতর ঘুমিয়ে ছিল সাহাবীর। ঘুমানোর আগে পাশেই নিজের মুঠোফোনটি চার্জে দেয়। এ ছাড়া পাশেই একটি মশার কয়েল জ্বালানো ছিল। রাত সোয়া দুইটার দিকে বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় কয়েকজন তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাদের দুটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আজ ভোর সোয়া চারটার দিকে নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর বাসটির ভেতর থেকে সাহাবীরের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে তারা।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিতুল ইসলাম আজ বুধবার সকালে বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই কিশোরের লাশ উদ্ধার করি। আমরা যতটুকু জানতে পেরেছি, সাহাবীর বাসের মধ্যে মুঠোফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিল। তাঁর সিটের পাশেই মশার কয়েল জ্বালানো ছিল। ধারণা করা হচ্ছে, মুঠোফোন অথবা মশার কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর ঘুমন্ত সাহাবীর আর বাস থেকে বের হতে পারেনি। তবে প্রকৃত ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সাহাবীরের আয়েই সংসার চলত জানিয়ে তার নানা মজিবর পাঠান জানানা, ছয় বছর আগে সাহাবীরের বাবা দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে ফেলে চলে যান। এর পর থেকেই তারা মজিবরের কাছে ছিল। সংসার চালাতে এক বছর আগে সাহাবীর গাঙচিল বাসে সহকারীর কাজ নিয়েছিল। সারা দিন বাসে কাজ শেষে কখনো বাড়ি ফিরত, আবার কোনো দিন বাসের মধ্যেই ঘুমিয়ে থাকত। মজিবর পাঠান আরও বলেন, তাঁর নাতির সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। বাসের মধ্যে কীভাবে আগুন লেগেছে, সেটিও বুঝতে পারছেন না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সহক র

এছাড়াও পড়ুন:

দুই মার্কিন কর্মকর্তার ঢাকা সফরে গুরুত্ব পাবে যেসব ইস্যু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দেশটির দুই জন জ্যেষ্ঠ কর্মকর্তা চার দিনের জন্য ঢাকা সফরে করবেন। 

সফরে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের পরিস্থিতি এবং রোহিঙ্গা সঙ্কট গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া, বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচিসহ সম্পর্কের নানান বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ঢাকা সফরে আসছেন।

এর মধ্যে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের ঢাকায় পৌঁছান। এদিন তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। আর বুধবার (১৬ এপ্রিল) রাতে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ঢাকায় আসার কথা ছিল। যদিও এখনো ঢাকার মার্কিন দূতাবাস তার আসার খবর নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা সফরে দেশটির মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন দুই উচ্চ পর্যায়ের কর্মকর্তার এই সফরটি ঢাকার জন্য তাৎপর্যপূর্ণ। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে দুইপক্ষের মধ্যে আঞ্চলিক এবং আর্ন্তজাতিক ইস্যুতে আলোচনা হবে। এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে তাদের বৈঠক হওয়ার সময়-সূচি চূড়ান্ত হয়েছে। তারা প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এদিকে, বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে এনসিপি’র চার সদস্যের একটি প্রতিনিধি দল। বিকেল সাড়ে ৩টায় গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ