ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যানের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় আরো একজন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে প্রথম দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে হামলা করে প্রতিপক্ষের লোকজন আহত একজনকে আরো আহত করে।

এলাকাবাসী জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকিরসহ (২৪) তার তিন ভাই জন্মনিবন্ধন করার জন্য কাগজপত্র নিয়ে অটোভ্যান করে গোপালপুর বোর্ড অফিসের সামনে যান। একই ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজা ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী রিফাত হোসেন (২৫) তার সহপাঠীদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে ছিলেন। এসময় অটোভ্যানের হর্ন বাজালে চালকের সাথে রিফাতদের কথা কাটাকাটি হয়।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৮

হাইমচরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

এসময় রিফাত হোসেন ও মোহাম্মদ ফকিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মোহম্মাদ ফকির রিফাত হোসেনের বাম কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে সহপাঠীরা রিফাতকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পর আহত মোহাম্মাদকে তার ভাইরা হাসপাতালে আনেন। এ সময় রিফাতের বন্ধুরা তাদের ওপর হামলা চালায়। এতে মোহাম্মাদ গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.

মো. মহসিন উদ্দিন জানান, আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, “হাসপাতালে হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তামিম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত আলফ ড ঙ গ স ঘর ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

৬৫৩১ প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ৬৫৩১ জনের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বেতন ও পদবি নিয়ে কমিটির সুপারিশে শিক্ষকরা সম্মত হলে সেটি বাস্তবায়নে চেষ্টা করা হবে। পাশাপাশি তিনি জানান, ৬৫৩১ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি আটটি বিষয়ে শতাধিক প্রধান ও আনুষঙ্গিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছেন। সুপারিশে শিখন মানের স্থবিরতা দূরীকরণ এবং শিশুর শিখন, কল্যাণ ও নিরাপত্তাকে সব কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন করাকে প্রাধান্য দেয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ বলেন, সুপারিশগুলোকে আশু, মধ্য ও দীর্ঘমেয়াদে ভাগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে দুর্নীতি ও অসদাচারণ নিরোধ, শিক্ষক ও শিক্ষা কর্মীর পেশাগত উন্নয়ন, শিক্ষার্থীদের ভিত্তিমূক দক্ষতা বৃদ্ধিসহ ১৪ টি প্রধান সুপারিশ বর্ণনা করা হয়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এদিকে এ রায়ের প্রতিবাদে ওইদিনই আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এ সময় বিচারককে উদ্দেশ্য করে স্লোগান, আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের। এসময় তড়িঘড়ি করে এজলাস ছাড়েন বিচারপতিরা।

রায়ে নিয়োগ বাতিলের পর থেকে টানা আন্দোলন করে আসছেন নিয়োগপ্রত্যাশীরা।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২
  • রাজিবকে নিয়ে শহরে নেতাকর্মীদের আনন্দ মিছিল 
  • থানায় গিয়ে পুলিশ পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
  • ৬৫৩১ প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
  • শিশু চুরি, ২ দিনেও খোঁজ মেলেনি
  • লক্ষ্মীপুরে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন
  • ব্রহ্মপুত্র নদে ফের ডাকাতি, পুলিশের বিরুদ্ধে এগিয়ে না আসার অভিযোগ
  • ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদেরকে পুলিশের ধাওয়া
  • পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদের ধাওয়া