আশরাফ টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি
Published: 12th, February 2025 GMT
পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি আশরাফ টেক্সটাইল মিলস লিমিটেডের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে কোম্পানিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৫ ফেব্রুয়ারি বিএসইসির ৯৪১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিচালিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ৮৮১ তম এবং ৯০২ তম কমিশন সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনাপূর্বক সিকিউরিটিজ আইন ও বিধি লঙ্ঘনের জন্য বিএসইসি প্রয়োজনীয় এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে।
সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মানি লন্ডারিং বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ প্রেরণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ ব এসইস
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজার উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: বিএসইসি চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, “দেশের পুঁজিবাজার উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। রমজান আমাদের সংযমের যে শিক্ষা দিচ্ছে, তা ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে।”
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিএমজেএফর সভাপতি গোলাম সামদানি ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা ষ্টকের চেয়ারম্যান ড. মোমিনুল ইসলাম, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।
আরো পড়ুন:
কারণ ছাড়াই বাড়ছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর
মুন্নু ফেব্রিক্সের ক্রেডিট রেটিং নির্ণয়
রাশেদ মাকসুদ বলেন, “আমরা আমাদের জীবনে রজমানকে কাজে লাগাব। সংযমের সাথে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হব।”
ঢাকা/এনটি/এসবি