আজ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর
Published: 12th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়। অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৯ মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা হানয়ের দূষণ স্কোর ২৪০ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এরপর সারাজেভো, দিল্লি ও লাহোর রয়েছে। তারপরে ঢাকা অবস্থান পঞ্চম। রাজধানী ঢাকার স্কোর ১৭২ অর্থাৎ ঢাকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: ব ব চ ত হয়
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফি থেকে এবার ছিটকে গেলেন আফগান স্পিনার
এবার চোটের ধাক্কা আফগানিস্তান দলে। পিঠের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন আফগান স্পিনার আল্লাহ গজনফর। ছন্দে থাকা গজনফরের চোটে কপাল খুলেছে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নানগায়াল খারোতির।
গজনফরের ছিটকে যাওয়া আফগানিস্তানের জন্য বড় ধাক্কা। আফগানিস্তানের হয়ে মাত্র ১১ ওয়ানডে (২১ উইকেট) ও ১টি টেস্ট (৪ উইকেট) খেললেও এই স্পিনার এরই মধ্যে তারকা হয়ে উঠছেন।
সর্বশেষ খেলছিলেন সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে। আগে থেকেই চোটের কারণে দলে নেই আরেক স্পিনার মুজিব উর রেহমান।
গজনফর চোটে পড়েছেন মূলত আফগানিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজে। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে গত ডিসেম্বরে টেস্ট খেলেছিল আফগানিস্তান। সেই চোট নিয়েই খেলেছেন টি-টোয়েন্টি লিগে।
গজনফরের চোট নিয়ে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েছেন গজনফর। ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে, এই সময়ে পুনর্বাসন প্রক্রিয়া চলবে তাঁর। এর মানে তিনি আইপিএলও মিস করতে যাচ্ছেন। মুম্বাই ইন্ডিয়ানস প্রথমবারের মতো দলে নিয়েছিল গজনফরকে।
আরও পড়ুনএবার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নিজেকে সরিয়ে নিলেন স্টার্ক—অস্ট্রেলিয়া খেলবে কাদের নিয়ে২ ঘণ্টা আগেগজনফরের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে যাঁকে, সেই খারোতি আফগানিস্তানের হয়ে খেলেছেন ৭টি ওয়ানডে। যার সর্বশেষটি গত বছরের নভেম্বর শারজায় বাংলাদেশের বিপক্ষে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। বাকি দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারে উইকেট আছে ১১টি। গত বছরের মার্চে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই স্পিনার টি-টোয়েন্টি খেলেছেন ৬টি।
চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি, করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আরও পড়ুনভিনিসিয়ুসকে খুঁচিয়ে সিটিরই ‘রক্ত’ ঝরল১ ঘণ্টা আগে