তাঁকে মনে রাখার জন্য আলাদা করে কোনো বিশেষণের দরকার হয় না। এত সেঞ্চুরি, এত রান, এত রেকর্ড, এত অর্জন—শচীন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে, আর তিনি তো ক্রিকেটার টেন্ডুলকার।

তা ভারতীয় ক্রিকেট কিংবদন্তির ‘কলঙ্ক’টা কী? জানতে হলে অধিনায়ক হিসেবে টেন্ডুলকারের রেকর্ডটা দেখতে হবে আপনাকে। ৭৩ ওয়ানডেতে ২৩ ম্যাচ জিতেছেন আর ২৫ টেস্টে নেতৃত্ব দিয়ে তাঁর জয় শুধু ৪টি। এমন পরিসংখ্যান দেখার পর আপনার মনেই হতে পারে, টেন্ডুলকারই কি ইতিহাসের সবচেয়ে বাজে অধিনায়ক?

উত্তর হচ্ছে ‘না’। টেস্টে শতকরা জয় হিসাব করলে টেন্ডুলকারের চেয়ে পিছিয়ে আছেন ভারতেরই একজন—কপিল দেব।

জয়ের শতাংশে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সবচ য়

এছাড়াও পড়ুন:

বসন্ত-ভালোবাসায় ‘সারা’র রঙ্গিন আয়োজন

সারা’র এবারের ফাল্গুনের আয়োজনে সব ধরনের পোশাকেই রয়েছে বসন্তের ছোঁয়া। রঙ্গিন ফ্লোরাল মোটিফে বাসন্তি, হলুদ, বাদামী হলুদ, ম্যাজেন্ডা, বেবি পিঙ্ক রঙের সব কালেকশনে ট্রেন্ডি প্যাটার্ন আর সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন এবার সারা’র বসন্ত-ভালোবাসার উৎসবের আয়োজন রাঙ্গাবে।

ভালোবাসা দিবসকে ঘিরেও আছে ‘সারা’র বিশেষ আয়োজন। এই আয়োজনে ভ্যালেন্টাইন স্পেশাল কাপল টি-শার্টের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কালেকশন। ভালবাসা দিবসের কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট। আর মেয়েদের জন্য ভ্যালেন্টাইনস কালেকশনে থাকছে থ্রি পিস, কুর্তি, ফ্যাশন টপস ও ক্যাজুয়াল শার্ট ইত্যাদি।

 

 

সম্পর্কিত নিবন্ধ