ব্যক্তিগত তথ্য ফাঁস হলে আপনার কী কী ক্ষতি হতে পারে
Published: 12th, February 2025 GMT
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে সরকারের পাঁচ কর্মকর্তা বেশ কয়েক বছর আগে অনুদান পেয়েছিলেন। অনুদান পাওয়া–সংক্রান্ত তথ্যের সঙ্গে তাঁদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য সরকারি ওয়েবসাইটে উন্মুক্ত ছিল। অপরাধীরা এই তালিকা সংগ্রহ করে অনুদান পাওয়া কর্মকর্তাদের ফোন করে। তারা কর্মকর্তাদের আরও অনুদান দেওয়ার কথা বলে তাঁদের ব্যাংক কার্ডের তথ্য নেয়। এরপর জালিয়াতির মাধ্যমে পাঁচজনের কাছ থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় অপরাধীরা।
বাংলাদেশে ব্যক্তিগত তথ্য উন্মুক্ত থাকা অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা দেশে প্রায়ই ঘটছে। বিশেষ করে সরকারের বিভিন্ন দপ্তর, যারা মানুষের ব্যক্তিগত তথ্যের সবচেয়ে বড় ভান্ডার, তাদের থেকেই তথ্য ফাঁসের ঘটনা ঘটছে। ব্যক্তিগত তথ্য ফাঁসের ফলে মানুষ প্রতারণাসহ নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে।
গত দুই বছরে দেশে কিছু আলোচিত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। সবশেষ গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুনসরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসমান পরিবারের১৪ জানুয়ারি ২০২৫ব্যক্তিগত তথ্য কী
একজন মানুষকে আলাদা করে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় যেসব তথ্য রয়েছে, সেগুলোই ব্যক্তিগত তথ্য। যেমন ব্যক্তির নাম, ঠিকানা, স্বাক্ষর, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ, আঙুলের ছাপ, আইরিশ (চোখের মণির ছবি) ইত্যাদি।
এর বাইরে রয়েছে স্পর্শকাতর তথ্য। এগুলোর মধ্যে আছে জাতিগত পরিচয়, লিঙ্গ, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস, স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য, ব্যক্তিগত সম্পর্কের তথ্য, আর্থিক তথ্য, পেশাগত তথ্য ও ডিজিটাল তথ্য। আর্থিক তথ্যের মধ্যে আছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ, পিন নম্বর, ব্যাংক স্টেটমেন্ট, লেনদেনের তথ্য। পেশাগত তথ্যের মধ্যে আছে কর্মস্থল, পদবি, বেতন ও পদোন্নতির তথ্য। ডিজিটাল তথ্যের মধ্যে আছে ছবি, ভিডিও, অডিও, লিখিত কোনো কনটেন্ট, ই–মেইল ঠিকানা, পাসওয়ার্ড, পিন নম্বর, মোবাইলের লোকেশনের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের লিংক ইত্যাদি।
ব্যক্তিগত তথ্য ফাঁসে কী ক্ষতি
মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী ধরনের ক্ষতি হতে পারে, তার উদাহরণ বাংলাদেশে অনেক আছে।
টাকা হাতিয়ে নেওয়া: মুঠোফোন থেকে টাকা হাতিয়ে নেওয়ায় ফরিদপুরের একটি গ্রাম পরিচিতি পেয়েছে ‘প্রতারকদের গ্রাম’ নামে। এই গ্রামের প্রতারকেরা গ্রাহকদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে। তারা গ্রাহকদের ফোন দিয়ে কৌশলে পিন নম্বর নিয়ে টাকা হাতিয়ে নেয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে এ তথ্য উঠে এসেছে।
ব্যাংকঋণ: বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ে ২০১১ সালে ‘মো.
ভুয়া সম্পত্তি হস্তান্তর: জাতীয় পরিচয়পত্রের সব তথ্য ঠিক রেখে শুধু ছবি পরিবর্তন করে সম্পত্তি হস্তান্তরের মতো ঘটনা দেশে ঘটেছে। সরকারের পাওনা টাকার দায় এড়াতে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবার অভাবনীয় জালিয়াতি করেছে। এই পরিবারের নামে থাকা একটি কোম্পানির মালিকানা তিন ব্যক্তির নামে হস্তান্তর করা হয়। এই তিন ব্যক্তির দাবি, তাঁরা এই কোম্পানি সম্পর্কে কিছুই জানেন না। এ ক্ষেত্রে তিন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে এই প্রতারণা করা হয়েছে বলে ধারণা করা হয়।
সিম তুলে প্রতারণা: দিনাজপুরের চিরিরবন্দরের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। ২০২২ সালের আগস্টে তাঁর বাড়িতে তিন যুবক আসেন। তাঁরা একটি মুঠোফোন কোম্পানির সিম কার্ড বিনা মূল্যে দিচ্ছিলেন। তাঁদের কাছে থেকে সিম কার্ড নেন জান্নাতুল। যুবকেরা জান্নাতুলের আঙুলের ছাপ, চোখের মণির ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি নেন। এরপর গত জুলাইয়ে থানা থেকে জান্নাতুলকে নোটিশ করা হয়। বলা হয়, তাঁর সিম দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ জান্নাতুলের আঙুলের ছাপ, চোখের মণির ছবি ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অপরাধী চক্র আর্থিক প্রতারণা করেছে।
আরও পড়ুনকার্ড জালিয়াতির হোতা শরিফুল ৪ দিনের রিমান্ডে২৫ এপ্রিল ২০১৮সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলা: অন্যের ছবি, নাম-পরিচয় চুরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনা প্রায়ই ঘটে। এমনকি অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্নজনের কাছে টাকাও চাওয়া হয়।
আর্থিক তথ্য: ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ, পিন নম্বর, ব্যাংক স্টেটমেন্ট, লেনদেনের তথ্য ইত্যাদি ফাঁস হলে বড় ধরনের বিপদ হতে পারে। যেমন একটি সুপারশপের বিক্রয়কর্মী ছিলেন শরিফুল ইসলাম। সুপারশপে কেনাকাটা করতে আসা গ্রাহকদের তথ্য চুরি করে ব্যাংকের এটিএম কার্ড তৈরি করে টাকা তুলে নিতেন তিনি। এ ঘটনায় ২০১৮ সালের এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছিল, তথ্য চুরি করে হুবহু এটিএম কার্ড তৈরি করতেন শরিফুল। পরে কার্ড দিয়ে গ্রাহকের টাকা তুলে নিজের ও স্ত্রীর ব্যাংক হিসাবে জমা রাখতেন।
স্পর্শকাতর তথ্য: জাতিগত পরিচয়, লিঙ্গ, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস, স্বাস্থ্যগত তথ্য, ব্যক্তিগত সম্পর্কের তথ্য ফাঁস হলে একজন ব্যক্তি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। ধরা যাক, কেউ লিঙ্গবৈচিত্র্যের মানুষ বা ভিন্ন মতাদর্শের মানুষ। তাঁর এ-সংক্রান্ত তথ্য যদি ফাঁস হয়ে যায়, তাহলে তিনি উগ্রবাদীদের দ্বারা ক্ষতির শিকার হতে পারেন।
আরও পড়ুনরাশিয়া থেকে কার্ড জালিয়াতি শিখে আসেন শরিফুল২৫ এপ্রিল ২০১৮করণীয় কী
ব্যক্তিসংশ্লিষ্ট তথ্য যদি ফাঁস হয়, তাহলে তা শুধু নির্দিষ্ট ব্যক্তির জন্যই ক্ষতির কারণ হয় না, পরিবারও ক্ষতির মুখে পড়ে। বাংলাদেশে ব্যক্তিগত তথ্য ফাঁসের বিপরীতে সরাসরি কোনো আইনি সুরক্ষা নেই। তবে ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য সরকার একটি আইনের খসড়া করছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডের ডিভিশন অব ইনফরমেশন টেকনোলজির ওয়েবসাইটে গত বছরের নভেম্বরে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য চুরি কোনো মজার বিষয় নয়। কারও ব্যক্তিগত বা আর্থিক তথ্য চুরি বা ফাঁস হলে প্রথম হয়তো তা বোঝা যায় না। কিন্তু যখন বড় একটি বিল ধরিয়ে দেওয়া হয় বা ঋণদাতার কাছ থেকে হঠাৎ ফোন আসে, তখন বিপদ টের পাওয়া যায়।
আরও পড়ুনএনআইডির তথ্য ফাঁস হয়েছে পাঁচ প্রতিষ্ঠান থেকে১০ ফেব্রুয়ারি ২০২৫ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেনও মনে করেন, মানুষ বুঝতেই পারে না ব্যক্তিগত তথ্য ফাঁস হলে তার পরিণতি কী হতে পারে। সচেতনতার অংশ হিসেবে গ্রাহকের দিক থেকে বিশ্বস্ত জায়গা ছাড়া অন্যত্র ব্যক্তিগত তথ্য দিয়ে আসা উচিত নয়। পাবলিক জায়গায় সেবা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যেসব অ্যাপ ও ওয়েবসাইটে তথ্য দেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে আগেই ভালোভাবে জানা উচিত।
এই অধ্যাপক বলেন, বাংলাদেশে ডিজিটাল সাক্ষরতার হার যেহেতু অনেক কম, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে মানুষের সচেতনতা কম, তাই সেবাদাতাদের সুরক্ষার বিষয়ে জোর দিতে হবে। তারা তথ্যগুলো দিয়ে কী করছে, তার জবাবদিহি থাকা উচিত। তথ্য যাচাইয়ের বিষয়টি কয়েক ধাপে হওয়া উচিত। পাশাপাশি দরকার আইনি সুরক্ষা। আর ব্যক্তিগত তথ্য যদি ফাঁস হয়েই যায়, তবে বুঝতে পারামাত্রই দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি ঝুঁকি এড়াতে পাসওয়ার্ড, ফোন নম্বর, ই–মেইল পরিবর্তন করা যাতে পারে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র র পর ব র র জন য র ঘটন অপর ধ
এছাড়াও পড়ুন:
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহীদ পরিবার ও আহত ৭ ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান।
অনুষ্ঠানে তিনটি শহীদ পরিবার ও তিনজন জুলাই যোদ্ধা বক্তব্য রাখেন। তাঁরা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্তি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জুলাইয়ের গণ-আন্দোলনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘সব সময় ভাবি, যাঁদের কারণে, যাঁদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাঁদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যায় না।’
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না।’
শহীদ পরিবার ও আহত ব্যক্তির উদ্দেশ্যে মুহাম্মদ ইউনূস বলেন, এই স্বীকৃতিটা তিনি জাতির পক্ষ থেকে দিচ্ছেন। তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আজকে থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরে তাঁদের দায়িত্ব সমাজের সবাইকে নিতে হবে।
সব হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো, এটা সুবিচার হতে হবে...অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি, তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকল কোথায়? আমরা অবিচারে নামব না।’
মুহাম্মদ ইউনূস বলেন, ‘যাঁরা অপরাধী, তাঁদের অবশ্যই বিচার করতে হবে। যাঁরা অপরাধী নয়, তাঁদের সৎ পথে নিয়ে আসতে হবে।’
দেশে কোনো সহিংসতা ও হানাহানি যেন না হয়, সেদিকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানি, আপনাদের আকাঙ্ক্ষা ছিল আরও আগেই আমরা প্রাতিষ্ঠানিক কাজগুলো করতে পারব। আমাদের আন্তরিকতার কম ছিল না। আমাদের প্রধান উপদেষ্টাসহ সরকারের প্রত্যেকে আপনাদের ন্যায্য সম্মাননা দেওয়ার জন্য কাজ করেছেন। সংকটকালীন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে, সে কারণে আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা করতে পারিনি। এ কারণে আমি দুঃখ প্রকাশ করছি।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য সরকার গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদেরা ‘জুলাই শহীদ’ নামে অভিহিত হবেন। আহত ব্যক্তিরা ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন। পরিচয়পত্র পাবেন।
প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা দেওয়া হবে। আর ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।
জুলাই যোদ্ধারা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পাবেন। গুরুতর আহত ব্যক্তিদের ‘ক্যাটাগরি এ’ অনুযায়ী এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-১৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা দেওয়া হবে। ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি গুরুতর আহত প্রত্যেক জুলাই যোদ্ধা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসাসুবিধা পাবেন। মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন। তাঁরা কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন–সুবিধা পাবেন।
‘ক্যাটাগরি বি’ অনুযায়ী, জুলাই যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-১৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা দেওয়া হবে। ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকারভিত্তিতে সরকারি-আধা সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র প্রদান করা হবে। তাঁরা পরিচয়পত্র দেখিয়ে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন।
এখন পর্যন্ত জুলাই গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। এ ছাড়া আহত ব্যক্তিদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। খুব শিগগির তালিকাটি গেজেট আকারে প্রকাশ করা হবে।