তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ গবেষণায় দেবে ফেলোশিপ
Published: 12th, February 2025 GMT
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ২০২৪-২৫ অর্থবছরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে গবেষণায় ফেলোশিপ বা বৃত্তি দেবে। এ জন্য আবেদনপত্র আহ্বান করেছিল। আবেদনপত্র আহ্বানের পর এবার আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদনের শর্ত পূরণ সাপেক্ষে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে আইসিটি খাতে গবেষণার জন্য ফেলোশিপ প্রদান, আইসিটি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ প্রদানের জন্য ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অনুদান ও বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে আবেদন গ্রহণের সময়সীমা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। নীতিমালায় বর্ণিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী দেশে ও বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদন করার পদ্ধতি
ফেলোশিপ বা বৃত্তির জন্য আবেদনে কয়েকটি ধাপ রয়েছে।
ধাপ ১: ওয়েবসাইটের হোম পেজ ওপেন করে শুরুতে স্লাইডে দেখানো ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ২:
ক.
খ. রেজিস্টার্ড ইউজার না হলে রেজিস্ট্রেশন ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে। এ জন্য অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন।
আরও পড়ুন অক্সফোর্ডের রিচ স্কলারশিপ, আবেদনের সুযোগ আছে আর ২দিন১৪ ঘণ্টা আগেঅ্যাকাউন্ট তৈরির পর ই–মেইলে ভেরিফিকেশন লিংক পাঠানো হবে। ভেরিফিকেশন লিংকে ক্লিক করে নিজের ই–মেইল ভেরিফাই করে নিতে হবে। ই–মেইল ভেরিফিকেশনের পর আবেদনকারীর মুঠোফোন নম্বর ভেরিফিকেশন করতে হবে। এ জন্য প্রথমবার লগইন করার পরে মুঠোফোন নম্বরে চার ডিজিটের একটি কোড যাবে, সেই কোড লগইন–পরবর্তী পেজে সাবমিট করে মুঠোফোন নম্বর ভেরিফাই করতে হবে। উল্লেখ্য যে ভেরিফিকেশন ই–মেইলটি Spam/Inbox-এ যেতে পারে। যদি স্প্যাম ফোল্ডারে ই–মেইলটি থাকে, তবে ই–মেইলটি Not Spam করে Inbox-এ নিয়ে আসুন। ক্ষেত্রবিশেষে মুঠোফোনে কোড যেতে কিছুটা বিলম্ব হতে পারে।
ধাপ ৩: পেজের ওপরে ডান পাশে ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করুন। নির্ধারিত চার ধরনের আবেদনের খাত থেকে আপনার পছন্দের খাতের নিচের ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করুন। আবেদনপত্রের সব তথ্য যথাযথ ও সঠিকভাবে দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
আরও পড়ুনপ্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, বিদ্যালয়কে লাল–হলুদ ও সবুজ শ্রেণিতে ভাগ করার সুপারিশ১০ ফেব্রুয়ারি ২০২৫ধাপ ৪: আবেদনপত্র পূরণের সময় যেকোনো অবস্থায় নিচের বাঁ পাশের ‘Save As Draft’ বাটনে ক্লিক করে সেই আবেদন খসড়া হিসেবে সংরক্ষণ করতে পারবেন, যা পরে আগের অবস্থা থেকে আবার সম্পাদনা শুরু করা যাবে।
সবশেষে সব তথ্য সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে নিচে ডান পাশের ‘প্রিভিউ দেখুন এবং জমা দিন’ বাটনে ক্লিক করলে পূরণকৃত আবেদনপত্রের প্রিভিউ দেখতে পারবেন এবং ‘ফিরে যান এবং সম্পাদনা করুন’ বাটনে ক্লিক করে ফিরে গিয়ে আবার সম্পাদনা করতে পারবেন অথবা ‘শেষ এবং জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদনপত্রটি জমা দিতে পারবেন।
** আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনকানাডার অটোয়া ইউনিভার্সিটির বৃত্তি, স্নাতকোত্তরে বছরে ৭৫০০ ও পিএইচডিতে ৯০০০ ডলার১১ ফেব্রুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ক কর ন
এছাড়াও পড়ুন:
বিআইসিএমে চাকরি, মূল বেতন পৌনে ২ লাখ, আছে সার্বক্ষণিক গাড়ি
পুঁজিবাজারের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্মকর্তা নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ইনস্টিটিউটে নির্বাহী প্রেসিডেন্ট পদে সরাসরি/প্রেষণে/চুক্তিভিত্তিক পূর্ণকালীন/লিয়েনের মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: নির্বাহী প্রেসিডেন্টপদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/হিসাববিজ্ঞান/ব্যাংকিং/ব্যাংকিং ও ইনস্যুরেন্স/ব্যবস্থাপনা/ব্যবসায় শিক্ষা/ব্যবসায় প্রশাসন/মানবসম্পদ ব্যবস্থাপনা/ব্যবসায় শিক্ষার অন্যান্য বিষয়/আন্তর্জাতিক সম্পর্ক/লোক প্রশাসন/ গভর্ন্যাস অ্যান্ড পাবলিক পলিসি/অর্থনীতি/পরিসংখ্যান/আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে পিএইচডি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (এফসিএ)/কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (এফসিএমএ)/চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কমপক্ষে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে উচ্চতর পর্যায়ের জ্ঞান ও দক্ষতা; ইনস্টিটিউটকে বিশ্বমানের প্রতিষ্ঠানে উন্নীতকরণের প্রয়োজনীয় দূরদৃষ্টি; বিশ্লেষণ ক্ষমতা, ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলির অধিকারী; বাংলাদেশের অর্থনীতি, পুঁজিবাজার এবং বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানের অধিকারী, উন্নত সাংগঠনিক ও নেটওয়ার্কিং দক্ষতা; ইংরেজিতে অসাধারণ বাচনিক ও লৈখিক দক্ষতা; দেশে ও বিদেশে পুঁজিবাজার/ইনস্টিটিউটে পেশাদারি প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও প্রশিক্ষণ প্রদানে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। স্বীকৃত প্রশিক্ষণ/গবেষণাপ্রতিষ্ঠানের প্রশিক্ষক/গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অথবা সরকারের কোনো মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার ন্যূনতম যুগ্ম সচিব পদমর্যাদা হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর
চাকরির ধরন: সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষানবিশের মেয়াদ হবে নিয়োগের তারিখ থেকে দুই বছর। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তির মেয়াদ হবে নিয়োগের তারিখ থেকে তিন বছর। কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করে পরবর্তী সময় চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে পুন:নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৬৩৮১০ ফেব্রুয়ারি ২০২৫বেতন: প্রারম্ভিক মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব ভাতা (মূল বেতনের সমপরিমাণ), নিয়মানুযায়ী বৈশাখী ভাতা, জ্বালানি ও চালকসহ সার্বক্ষণিক একটি গাড়িসহ ইনস্টিটিউটের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। ফরম পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের ওয়েবসাইটে জানা যাবে। গত ১১ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, বিজিআইসি টাওয়ার (প্রথম-চতুর্থ তলা ও নবম-১০ম তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৫।
আরও পড়ুনজাতীয় রাজস্ব বোর্ডে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৪২০ ঘণ্টা আগে