এবার শীতের যেন কী হলো! মাঘ যায় যায়, তারপরও শীতের কাঁপুনি সেভাবে টের পেল না রাজধানীর মানুষ। উত্তরের কিছু এলাকায় শীতের ঝাপটা থাকলেও তা গতানুগতিক ধারার চেয়ে অনেক কম। জমিয়ে ফেলা ঠান্ডা এ মৌসুমে একেবারেই অনুপস্থিত। উল্টো দিনে ঘরের বাইরে গেলে রোদের তেজে পুড়ছে শরীর। শীতের ব্যাপ্তিও এসেছে কমে। প্রতিবার তীব্র শৈত্যপ্রবাহের চোটে দেশের মানুষ জবুথবু হলেও এবার তার ছিটেফোঁটাও নেই। 

জলবায়ুর পরিবর্তনের প্রভাবেই আবহাওয়ার এই রং বদল বলে মনে করছেন বিশ্লেষকরা। শীতের তীব্রতা ও বিস্তার কমার ফলে সবচেয়ে বেশি ধুঁকছে কৃষি। ফসলের রোগবালাই বাড়ার পাশাপাশি সার্বিক উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা ব্যক্ত করে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও ঋতুবৈচিত্র্যের কারণে কৃষি, উপকূলীয় অঞ্চল, পানিসম্পদ, বনাঞ্চল, মৎস্য, স্বাস্থ্য ও জ্বালানি খাত বেশি ঝুঁকিতে পড়তে পারে। শীতের দাপট না থাকলে ফসলের ফুল কম ফোটার শঙ্কা থাকে। আবার কিছু ফসল দ্রুত পরিণত হওয়ার কারণে ফলন কমে যায়। এ পরিস্থিতিতে আবহাওয়ার গতিবিধির সঙ্গে তাল মিলিয়ে জাত ও প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে যত দ্রুত সম্ভব কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

 জলবায়ু পরিবর্তনই অনুঘটক
বাংলা ঋতুচক্রে ছয় ঋতুর কথা বলা হলেও আবহাওয়াবিদদের হিসাব খানিকটা ভিন্ন। তাদের কাছে ঋতু হচ্ছে চারটি– বর্ষাপূর্ব, বর্ষা, বর্ষা-পরবর্তী সময় ও শীত। এর মধ্যে শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার বছরের শুরুতে কিছুটা শীত অনুভূত হলেও এর তীব্রতা ছিল সপ্তাহখানেক। তার পর থেকে শীতের বিদায়ঘণ্টা বাজতে শুরু করে। গ্রামে ভোর ও রাতে কিছুটা শীত অনুভূত হলেও শহরাঞ্চলে ঠান্ডা একেবারেই নেই। মাঘের শেষ সপ্তাহে এসে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছাড়িয়েছে। 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীতলতম মাস জানুয়ারিতে দেশে একটিও তীব্র শৈত্যপ্রবাহ হয়নি। যদিও প্রতিবছর অন্তত একটি তীব্র শৈত্যপ্রবাহ হয় এই মাসে। তীব্র শৈত্যপ্রবাহহীন জানুয়ারি দেখা গিয়েছিল ৯ বছর আগে; ২০১৬ সালে। এবার জানুয়ারিতে গড় তাপমাত্রাও ছিল অন্য বছরের চেয়ে বেশি। বিপরীতে কুয়াশা পড়েছে কম। এভাবে শীত কমে যাওয়া জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত, যা নানা দিক দিয়ে সংকট তৈরি করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, দেশে ২০২৪ সালে চারটি, ২০২৩ সালে একটি এবং ২০২২ ও ২০২১ সালে তিনটি করে তীব্র শৈত্যপ্রবাহ হয়েছিল।

এই মৌসুমে একটিও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। জানুয়ারির স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছরের জানুয়ারির গড় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ১২ দশমিক ৭। 

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এ বছর গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একই অবস্থা। এ অঞ্চলে চলতি বছরে তেমন দীর্ঘ কিংবা তীব্র শৈত্যপ্রবাহ ছিল না। এর অনেক কারণের মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এবারকার শীত অন্য রকম। ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সাধারণত বছরের এ সময়ে জলীয় বাষ্পের পরিমাণ ২০ শতাংশের বেশি থাকে না। এবার জানুয়ারিজুড়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য ছিল। এ কারণে জানুয়ারিতে স্বাভাবিক শীত পড়েনি। এর কারণ হলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। স্থানীয় প্রভাবের সঙ্গে ‘টেলিকানেকশন’, সবকিছু মিলেমিশে আবহাওয়ার খামখেয়ালি আচরণ দেখা যাচ্ছে। আবহাওয়ার এমন বৈরিতার কারণ অনুসন্ধানে আরও গবেষণা করতে হবে।

আবহাওয়া অধিদপ্তর বিশ্লেষণ করে দেখেছে, ১৯৭১ থেকে ২০০০ সাল, এই ৩০ বছরে বাংলাদেশের তাপমাত্রার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত তাপমাত্রার তুলনা করলে দেখা যায়, সাম্প্রতিক সময়ে সারা বছরের তাপমাত্রাই বেড়েছে। কমেছে বৃষ্টি।

আবহাওয়াবিদ ড.

বজলুর রশিদ বলেন, মূলত দু’ভাগে দেশের অভ্যন্তরে শীতের বাতাস প্রবেশ করে। একটি কাশ্মীর, দিল্লি, উত্তর প্রদেশ হয়ে উত্তরবঙ্গ দিয়ে; আরেকটি চীন হয়ে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে। এই বাতাসটা বয়ে নিয়ে আসে পশ্চিমা লঘু চাপ। এবার ভূমধ্যসাগর থেকে এই বাতাস ভারত হয়ে আসার সময় জলীয় বাষ্প নিয়ে আসে বেশি পরিমাণে। ফলে ওপরের বাতাস নিচে নামতে বাধা পায়। যে কারণে শীত স্থায়ী হতে পারেনি।

ধুঁকছে কৃষি
ফসলের সবচেয়ে বড় মৌসুম রবি। বোরো ধান, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, শীতকালীন সবজিসহ বিভিন্ন ধরনের ডাল ও তেলবীজ উৎপন্ন হয় এ মৌসুমে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদন না হওয়ার শঙ্কা রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) শস্য উৎপাদন শাখার পরিচালক শওকত ওসমান বলেন, শীতের ব্যাপ্তি যে কমে আসছে, তা নিয়ে সন্দেহ নেই। এ কারণে শীতকালীন ফসলে নেতিবাচক প্রভাব পড়ছে। শীত কম পড়লে গম, আলু ও শর্ষের মতো ফসলের ফুল কম ফোটার শঙ্কা থাকে। গমের ক্ষেত্রে তাপসহিষ্ণু জাতের বিস্তার ঘটেছে। তবে আলু বা শর্ষের তা নেই। তাই এসব ফসল এবার ক্ষতির মুখে পড়তে পারে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ দাউদ হোসেন বলেন, প্রতিটি ফসলের একটা নির্ধারিত তাপমাত্রার স্তর থাকে। শীতকালীন ফসলের জন্য তাপমাত্রা ১০ থেকে ১২ বা ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টানা প্রায় আড়াই মাস থাকতে হয়। এই সময়ের মধ্যে তাপমাত্রা বাড়তে থাকলে সব ফসলের হেক্টরপ্রতি উৎপাদন কমে আসবে। তিনি বলেন, তাপমাত্রা বাড়লে ফসল দ্রুত পরিণত হয়ে ফলন কমে যায়। এ কারণে পরবর্তী মৌসুমে ধীরে ধীরে কৃষক ওই ফসলের আবাদ থেকে সরে আসে।

শীতকালীন ফসল সবচেয়ে বেশি হয় রাজশাহী অঞ্চলে। সেখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সামছুল ওয়াদুদ বলেন, শীতের সময় কমে যাওয়ায় আগের বছরগুলোতে গমের চাষ কমে গিয়েছিল। তবে এখন আটার দাম বেড়ে যাওয়ায় মানুষ গম চাষে আবার ঝুঁকছে। তবে শীতের ব্যাপ্তি কম থাকায় গমসহ শীতকালীন ফসলের ফলন কম হবে, এতে সন্দেহ নেই।

মুন্সীগঞ্জের চাষি আব্দুর রহমান আড়াই বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। তিনি বলেন, এবার খুব একটা শীত নেই। তাই আলুর গাছ ভালো হলেও রাতে শীত, দিনে গরমের কারণে আলুর আকার ছোট হয়ে গেছে। 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুক আহমেদ বলেন, রাতে ঠান্ডা দিনে গরম– এমন আবহাওয়া ধানের জন্য ক্ষতিকর। তখন পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রির বেশি হলে ব্লাস্ট প্রকট হতে পারে।

জলবায়ু বিশেষজ্ঞ ও চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, দেশের ৬০ শতাংশ মানুষ কৃষি থেকে জীবিকা নির্বাহ করে। সমস্যা মোকাবিলা ও ঝুঁকি কমাতে সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে যত দ্রুত সম্ভব কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। আবহাওয়ার খেয়ালিপূর্ণ আচরণে যেসব ফসলের ক্ষতি হচ্ছে সেসব কৃষককে সহায়তা দিতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সারাবিশ্ব ভুগছে। শীত কম হলে ফসলের দানা বা আকার ছোট হয়ে যায়; বীজের জন্য চাষ করা সবজির পুষ্পমঞ্জরি ভালো হয় না; পেঁয়াজের ফুল আগেই চলে আসে। সব মিলিয়ে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা থাকে। তবে আমাদের বিভিন্ন উদ্যোগ আছে। কীভাবে জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন করা যায়, সে বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।

উৎস: Samakal

কীওয়ার্ড: দ বল ন ফসল র বছর র দশম ক জলব য় সরক র

এছাড়াও পড়ুন:

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার বৈঠক

চীন, রাশিয়া ও ইরানের কূটনীতিকদের মধ্যে আজ শুক্রবার বৈঠক হয়েছে। বেইজিংয়ের আশা, এ বৈঠকের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা নতুন করে শুরু করা যাবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ইরান। এ চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্বপালনকালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তিনি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

ওয়াশিংটনের সরে যাওয়ার পরও এক বছর ধরে তেহরান ওই চুক্তি মেনে চলেছিল। পরে তারাও তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে। চুক্তিটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা তখন থেকে ভেস্তে যায়।

বেইজিং বলেছে, তারা আশা করে, কম সময়ের মধ্যে ওই আলোচনা নতুন করে শুরু করতে যে তৎপরতার প্রয়োজন, তা আজকের আলোচনার মধ্য দিয়ে দৃঢ় হবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে এ বৈঠক সম্পর্কে বলা হয়, তিন কূটনীতিক ইরানের পারমাণবিক ইস্যু এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটিতে এ আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।

ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে রাজি নয় তেহরান।

চলতি সপ্তাহে ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনার আহ্বান জানিয়ে একটি চিঠি দিয়েছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, ইরান প্রত্যাখ্যান করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

গতকাল বৃহস্পতিবার তেহরান বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বরাবর লেখা চিঠিটি তারা এখন পর্যালোচনা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল দেশটির সরকারের আনুষ্ঠানিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত, নিষেধাজ্ঞা তুলে নেওয়া।’

আরাগচি আরও বলেন, চাপ ও হুমকিমুক্ত থাকলে এবং জনগণের জাতীয় স্বার্থ সুরক্ষার নিশ্চয়তা পেলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন তাঁরা।

সম্পর্কিত নিবন্ধ