দেম্বেলের জোড়া গোলে শেষ ষোলোর পথে পিএসজি, জিতেছে জুভেন্টাস–ডর্টমুন্ডও
Published: 12th, February 2025 GMT
‘পুঁচকে’ ব্রেস্তের সামনে স্বদেশি পরাশক্তি পিএসজি। চমক দেখিয়ে প্লে–অফ পর্বে জায়গা করে নিলেও ব্রেস্তের কোচ ভালো করেই জানেন পিএসজিকে হারিয়ে শেষ ষোলোয় নাম লেখানো তাঁর দলের পক্ষে ‘মিশন ইমপসিবল’।
কিন্তু অসম্ভবকে সম্ভব করাই যাঁর কাজ, সেই টম ক্রুজের সহায়তা নিয়ে যদি কিছু করা যায়! তাই ব্রেস্ত কোচ এরিক রয় হলিউড অভিনেতার প্রসঙ্গ টেনে মজা করে বলেছিলেন, ‘আমরা টম ক্রুজকে প্যারিসে দেখেছি। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।’
পেলেই বা কী হতো, প্রতিপক্ষ দলে যদি ফর্মের তুঙ্গে থাকা দেম্বেলে থাকেন! ২০২৫ সালের শুরু থেকেই গোলের বন্যা বইয়ে দেওয়া দেম্বেলে এই রাতেও ব্রেস্তের জাল খুঁজে নিলেন দুবার। এর আগে ভিতিনিয়া প্রথম গোলটা করেছেন পেনাল্টি থেকে। ব্রেস্তকে তাদেরই মাঠে ৩–০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পথে তাই অনেকটাই এগিয়ে গেল পিএসজি।
ফরাসি চ্যাম্পিয়নদের সহজ জয়ের রাতে স্পোর্তিং লিসবসকে হারিয়েছে একই ব্যবধানে হারিয়েছে জার্মান পরাশক্তি ও চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ড। হাসি নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাসও। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেন বিপক্ষে তুরিনের বুড়িদের জয়টা ২–১ গোলে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
আর্থনা সম্মেলনে শীর্ষ নেতাদের নিয়ে তাস চেয়ারম্যানের লাঞ্চ মিটিং
কাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে লাঞ্চ মিটিং করেছেন তাস চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মজিবুল হক।
আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের এ মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন ভাইস চেয়ারম্যান স্পেসএক্সের মিসেস লরেন ড্রেগার ভিপি, পিএমআইর ভাইস প্রেসিডেন্ট মিসেস নেভেনা ভিপি, ইলোন মাস্কের গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস, দ্য রয়েল হাইনেস কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন, দ্য কমনওয়েলথ সহকারী মহাসচিব অধ্যাপক লুইস জি ফ্রান্সেশি।
বৈঠকে আধুনিক টেকসই উন্নয়নে উদ্ভাবনীপন্থা অনুসন্ধান, কূটনীতি ও বিশ্বব্যাপী উন্নয়নের মাধ্যমে সংলাপকে উৎসাহিত করা মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
দুইদিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।