দেম্বেলের জোড়া গোলে শেষ ষোলোর পথে পিএসজি, জিতেছে জুভেন্টাস–ডর্টমুন্ডও
Published: 12th, February 2025 GMT
‘পুঁচকে’ ব্রেস্তের সামনে স্বদেশি পরাশক্তি পিএসজি। চমক দেখিয়ে প্লে–অফ পর্বে জায়গা করে নিলেও ব্রেস্তের কোচ ভালো করেই জানেন পিএসজিকে হারিয়ে শেষ ষোলোয় নাম লেখানো তাঁর দলের পক্ষে ‘মিশন ইমপসিবল’।
কিন্তু অসম্ভবকে সম্ভব করাই যাঁর কাজ, সেই টম ক্রুজের সহায়তা নিয়ে যদি কিছু করা যায়! তাই ব্রেস্ত কোচ এরিক রয় হলিউড অভিনেতার প্রসঙ্গ টেনে মজা করে বলেছিলেন, ‘আমরা টম ক্রুজকে প্যারিসে দেখেছি। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।’
পেলেই বা কী হতো, প্রতিপক্ষ দলে যদি ফর্মের তুঙ্গে থাকা দেম্বেলে থাকেন! ২০২৫ সালের শুরু থেকেই গোলের বন্যা বইয়ে দেওয়া দেম্বেলে এই রাতেও ব্রেস্তের জাল খুঁজে নিলেন দুবার। এর আগে ভিতিনিয়া প্রথম গোলটা করেছেন পেনাল্টি থেকে। ব্রেস্তকে তাদেরই মাঠে ৩–০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পথে তাই অনেকটাই এগিয়ে গেল পিএসজি।
ফরাসি চ্যাম্পিয়নদের সহজ জয়ের রাতে স্পোর্তিং লিসবসকে হারিয়েছে একই ব্যবধানে হারিয়েছে জার্মান পরাশক্তি ও চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ড। হাসি নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাসও। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেন বিপক্ষে তুরিনের বুড়িদের জয়টা ২–১ গোলে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৪ এপ্রিল ২০২৫)
আইপিএল, সৌদি প্রো লিগ, জার্মান বুন্দেসলিগা ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা ???? টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
আল হিলাল–আল নাসর
রাত ১২টা ????সনি স্পোর্টস টেন ৫
অগ্সবুর্গ–বায়ার্ন মিউনিখ
রাত ১২–৩০ মি. ???? সনি স্পোর্টস টেন ২
রায়ো ভায়েকানো–এস্পানিওল
রাত ১টা ???? জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট
নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা ???? সনি স্পোর্টস টেন ৫