কিশোরগঞ্জে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী ছেলে দেখে মা’র লাশ ঝুলছে। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে যায়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কেচরি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ময়না বেগম (৪৫) অবসরপ্রাপ্ত সেনা সদস্য জসিম উদ্দিনের স্ত্রী।

প্রতিবেশী নাসির উদ্দিন বলেন, ময়নার স্বামী জসিম ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে সিকিউরিটির চাকরি করেন। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ময়নার কিছুটা মানসিক সমস্যা ছিল। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির সবাই বুঝতে পারায় করতে পারেননি। আজ সন্ধ্যার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৮টার দিকে এসএসসি পরীক্ষার্থী ছেলে মাহিন তাদের রান্না ঘরে গিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে মাকে নামিয়ে আনেন। কিন্তু ততক্ষণে তার মা মারা যান। এ সময় মাহিনের চিৎকারে আমিসহ প্রতিবেশীরা বাড়িতে ছুটে যাই।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, স্থানীয়রা ফোন দিয়ে নারীর আত্মহত্যার কথা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ

এছাড়াও পড়ুন:

বিজিবি নেবে সিপাহি, আবেদন শেষ কাল

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সিপাহী নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী নেওয়া হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

সিপাহি পদে আবেদনের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

বয়স

৩ আগস্ট ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

আরও পড়ুন৯ ব্যাংকে সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪, আবেদনের সময় বৃদ্ধি০২ ফেব্রুয়ারি ২০২৫বৈবাহিক অবস্থা

অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

যেভাবে আবেদন

বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগসংক্রান্ত এ ওয়েবসাইটের মাধ্যমে ছয়টি ধাপ অনুসরণ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফি

ডিজিটাল পদ্ধতিতে ৫৬ টাকা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আরও পড়ুনসেনাবাহিনী নেবে সৈনিক, আবেদন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত০১ ফেব্রুয়ারি ২০২৫যেসব কাগজপত্র আনতে হবে

ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদ, সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পাসের প্রশংসাপত্র (যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ থাকবে), অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের কাছ থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদ, সদ্য তোলা ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি, অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি এবং প্রবেশপত্রের কপি সঙ্গে আনতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুনট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে বড় নিয়োগ, পদ ৬৮৯২৫ জানুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বিজিবি নেবে সিপাহি, আবেদন শেষ কাল
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিপিএর ওপর নম্বর কমেছে, মেধা স্কোর নির্ধারণ যেভাবে
  • খণ্ডকালীন শিক্ষকদের দৌরাত্ম্য শিক্ষার্থীদের সর্বনাশ