ছিটকেই গেলেন বুমরা, ভারতের পরিবর্তিত দলে আরও চমক
Published: 12th, February 2025 GMT
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। গত রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
৩১ বছর বয়সী বুমরার পরিবর্তে হর্ষিত রানাকে দলে নিয়েছে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে আইপিএলে সর্বশেষ মৌসুমে ভালো করার পুরস্কার হিসেবে গত নভেম্বরে বোর্ডার–গাভাস্কার ট্রফি দিয়ে ভারতের হয়ে অভিষেক হয় হর্ষিতের। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও খেলছেন তিনি। প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার।
ভারতের পরিবর্তিত দলে আরেকটি চমক আছে। উদ্বোধনী ব্যাটসম্যান যশস্বী জয়সোয়ালকে বাদ দিয়ে অফ স্পিনার বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। এতে ভারতীয় দলে স্পিনারের সংখ্যা বেড়ে হলো পাঁচজন—বরুণ, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে দুই বাঁহাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বরুণ চক্রবর্তী। প্রকৌশলী থেকে পুরোদস্তুর ক্রিকেটার বনে যাওয়া এই স্পিনার বৈশ্বিক আসরে সর্বশেষ খেলেছেন ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে।
গত জানুয়ারিতে বোর্ডার–গাভাস্কার ট্রফিতেই নতুন করে পিঠের সমস্যায় পড়েন বুমরা। এরপরও চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াডে তাঁকে রাখা হয়েছিল। কিন্তু সর্বশেষ স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়, পিঠের চোট থেকে সেরে উঠতে আরও পাঁচ সপ্তাহ সময় লাগবে। তত দিনে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে যাবে। এ কারণে গতকাল চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিনে তাঁকে বাদ দিতে বাধ্য হয়েছে বিসিসিআই।
বুমরার না থাকা ভারতের জন্য বিশাল এক ধাক্কা হয়েই এল। গত বছরটা অবিশ্বাস্য কেটেছে তাঁর। জুনে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় অবদান রেখে হয়েছিলেন টুর্নামেন্টসেরা। বোর্ডার–গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ভারত ৩–১ ব্যবধানে হারলেও তিনি হয়েছিলেন সিরিজসেরা। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাবও জিতেছেন।
এদিকে, জয়সোয়ালকে চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হলেও রিজার্ভ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়েছে। এ তালিকায় আরও আছেন পেসার মোহাম্মদ সিরাজ ও ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবে। বিসিসিআই জানিয়েছে, এই তিনজন ভারতেই থাকবেন। শুধু দরকার পড়লে দুবাইয়ে যাবেন।
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। টুর্নামেন্টে রোহিত–কোহলিদের অভিযান শুরু ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ।
ভারতের চূড়ান্ত স্কোয়াডরোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ–অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে আমার বিরুদ্ধে: টিউলিপ
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি ও ও সাবেক ‘সিটি মিনিস্টার’ বলেন, ‘আমি নিশ্চিত, আপনারা বুঝবেন যে, এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না। এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি।’ খবর-বিবিসি
বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে সোমবার লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষগুলোর কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। পুরোটা সময় তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন। তবে তারা কখনও এর জবাব দেয়নি।’
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে রোববার এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা, সে-সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ১০ কাঠা প্লট নেওয়ার অন্য অভিযোগে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের একজন সহকারী পরিচালক। মামলায় শেখ হাসিনা, টিউলিপসহ ১৬ জনকে আসামি করা হয়।
এর আগে জানুয়ারির মাঝামাঝিতে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান টিউলিপ। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস।
টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তবে এতে তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে, মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। কেয়ার স্টারমার অফিসিয়াল চিঠিতে টিউলিপ সিদ্দিককে বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণ করার সময় এটা পরিষ্কার করতে চাই যে, মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন- তিনি আপনার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি এবং আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ খুঁজে পাননি।’