Samakal:
2025-02-11@23:41:28 GMT

৩১ দফা বাস্তবায়নে বিএনপির সভা

Published: 11th, February 2025 GMT

৩১ দফা বাস্তবায়নে বিএনপির সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে প্রচার চালাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা করেছে বিএনপি। 
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদ সরকার, অর্থবিষয়ক সম্পাদক হান্নান বেপারি, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহসভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসান মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেম প্রধান, বিএনপি নেতা নাজমুল করিম ইয়াসিন প্রমুখ। 
এ সময় উপস্থিত ব্যক্তিদের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে প্রচারপত্র বিলি করা হয়। পরে ৫ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ র স

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্টে’ আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ৭ জন গ্রেপ্তার

সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্টে’ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার প্রত্যেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তারে এ বিশেষ অভিযান চলমান থাকবে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শান্তিগঞ্জ উপজেলার বগলাকাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রমজান আলী (৬০), মধ্যনগর উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা ও স্থানীয় বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি খোকন মিয়া (৪০), জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান ওরফে তেরা মিয়া (৪০), তাহিরপুর উপজেলার সোলেমানপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি মো. আকরামিন হোসেন (২১), ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ (৪০)।

সম্পর্কিত নিবন্ধ

  • রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে সোনারগাঁয়ে আলোচনা সভা 
  • অপারেশন ডেভিল হান্ট, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪৪
  • সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্টে’ আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ৭ জন গ্রেপ্তার
  • এবারও নির্বাচন হয়নি খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনে
  • বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বপ্রথম ব্যানার নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম আমরা: চরমোনাই পীর
  • আড়াইহাজারে বিএনপি ও  যুবলীগ নেতাসহ আটক ১৩
  • বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি
  • বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, জিডি
  • আড়াইহাজারে  জমিয়তে উলামায়ের সাথে সাংবাদিকদের মতবিনিময়