সাইবার ট্রাইব্যুনাল অনির্দিষ্টকালের জন্য বর্জন আইনজীবীদের
Published: 11th, February 2025 GMT
তিন দিন আন্দোলনের পর এবার অনির্দিষ্টকালের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম জানান, আইনজীবী সমিতির সাবেক, বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাই মিলে এ সিদ্ধান্ত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের বিচারক এজলাসে বসে আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও অশালীন আচরণ করেন। অনেক আইনজীবীর সঙ্গে এমন দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা আইনজীবী সমিতিতে মঙ্গলবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বুধবার থেকে এই আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করা হবে।
জানা যায়, গত বৃহস্পতিবার এক আসামির জামিন নামঞ্জুর করায় আসামি পক্ষের আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বিচারক এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান। এর পর রোববার আইনজীবীরা বিচারকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে ওই দিন এজলাসে ওঠেননি বিচারক। পরদিন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান দীপুর নেতৃত্বে আইনজীবীরা বিচারকাজ পরিচালনায় বাধা দেন। হট্টগোলের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে এজলাস ত্যাগ করেন বিচারক। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কর্মচারীরা জানান, গতকাল আইনজীবীদের বাধার পর বিচারক নূরে আলম আর এজলাসে বসেননি।
দীপংকর তালুকদার কারাগারে
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া দুদকের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম জশিতা ইসলাম এ আদেশ দেন। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করে ডিবি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর আদালতপাড়া
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ সহ নানা স্লোগান মুখর ঢাকার আদালতপাড়া।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন। মিছিলে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে শতাধিক আইনজীবী অংশ নেন।
এদিন দুপুর ১টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল বের করেন। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।
আরো পড়ুন:
ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান
গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে তারেক রহমানের পক্ষে সহায়তা
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব নিহার হোসেন ফারুক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, বর্তমান কোষাধ্যক্ষ আবদুর রশিদ মোল্লা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম বলেন, “ফ্যাসিস্ট যেন ফিরে আসতে না পারে সেজন্য আমরা আদালত প্রাঙ্গণে মিছিল করেছি। জনগণ চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসুক। আমরাও তার অপেক্ষায় রয়েছি। এদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হাল ধরবেন তিনি।”
ঢাকা/এম/এসবি