আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর ৭ দিন। সময় যতই ঘনিয়ে আসছে, টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ততই বাড়ছে।

দলগুলো নিয়ে বিশ্লেষণ করাও শুরু হয়ে গেছে। সেমিফাইনাল ও ফাইনালে উঠবে কারা, কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, কোন দল চমক দেখাতে পারে—এমন ভবিষ্যদ্বাণীও করছেন কেউ কেউ।

রিকি পন্টিং সরাসরি কোনো ভবিষ্যদ্বাণী করেননি। তবে দলগুলোর শক্তিমত্তা–দুর্বলতার জায়গাগুলো দেখে তাঁর মনে হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতি আছে। মুশফিক–মাহমুদউল্লাহ–নাজমুল–তাসকিনদের চেয়ে রশিদ–নবী–গুরবাজদের আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক।

২০০৬ ও ২০০৯ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। দুবার এই শিরোপা জেতা একমাত্র অধিনায়কও তিনি। আট বছর পর ফিরতে চলা আইসিসির এই ইভেন্ট নিয়ে পন্টিং কথা বলেছেন আইসিসি রিভিউয়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরার স্ত্রী, ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা সঞ্জনা গণেশন।

সঞ্জনা পন্টিংয়ের কাছে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, তারা (বাংলাদেশ) চ্যাম্পিয়নস ট্রফিতে বেশ ভুগতে চলেছে। আমার মনে হয়, অন্য দলগুলোর সঙ্গে মানের বিচার করলে এই দলটা পিছিয়ে থাকবে। তাদের দলে কোয়ালিটির (মানসম্পন্ন খেলোয়াড়ের) কিছুটা অভাব আছে।’

৫০ বছর বয়সী পন্টিং আরও বলেন, ‘বাংলাদেশ যদি ঘরের মাঠের মতো আদর্শ কন্ডিশন পায়, তাহলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। কিন্তু আমার মনে হয় না চ্যাম্পিয়নস ট্রফিতে তারা সেই সুবিধা পাবে। আপনি (সঞ্জনা গণেশন) যাদের নাম বললেন, তারা বড় মাপের ও বেশ অভিজ্ঞ খেলোয়াড়। বড় টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ সেসব খেলোয়াড়ের ওপর (অতিমাত্রায়) নির্ভরশীল। এই শূন্যস্থান পূরণ করা তাদের জন্য কঠিন হবে। আমার তো মনে হয় চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের (ভালো করার) সম্ভাবনা বেশি।’

কদিন আগে পাকিস্তান কিংবদন্তি শোয়েব আক্তারও জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা দেখছেন। এক্সপ্রেস ট্রিবিউনকে ক্রিকেট ইতিহাসের দ্রুততম এই বোলার বলেছেন, ‘আফগানিস্তানের ব্যাটসম্যানরা যদি পরিপক্বতা ধরে রাখতে পারে, তাহলে তারা অপ্রত্যাশিত কিছু (অঘটন) করে ফেলতে পারে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। শোয়েব মনে করেন, ফাইনালে ভারত–পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি। তাঁর এই কথার অর্থ, বাংলাদেশকে তিনি চ্যালেঞ্জ মনে করেন না এবং সেমিফাইনালেও দেখেন না।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে, সর্বশেষ দুটি সিরিজেও হার। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয়েছে ধবলধোলাই, শারজায় আফগানিস্তানের বিপক্ষে হেরেছে ২–১ ব্যবধানে।

বিপরীতে আফগানিস্তান গত পাঁচটি ওয়ানডে সিরিজ খেলে চারটিতেই জিতেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়ও আছে। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে তারা হারিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে জিততে হেরে গেছে। নয়তো সেবারই সেমিফাইনালে উঠতে পারত।

অল্পের জন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্নপূরণ না হলেও বেশি দিন অপেক্ষা করতে হয়নি আফগানদের। গত বছর ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। সুপার এইট পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েই শেষ চারে পৌঁছে যান রশিদ–নবীরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন স ত ন র স ম ফ ইন ল

এছাড়াও পড়ুন:

‘বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনে সহযোগিতা করবে সুইডেন’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সিডা দেশের সামগ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণেও সহযোগিতা করবে।”

ঢাকায় পানি ভবনে পরিবেশ উপদেষ্টার সঙ্গে সুইডেন দূতাবাসের প্রথম সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) এবং সহযোগিতা বিষয়ক উপ-প্রধান নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রমের এক বৈঠকের পর এ কথা বলেন তিনি।

আলোচনায় উভয়পক্ষ সুনির্দিষ্ট সময়সীমা এবং বিস্তারিত প্রকল্প কাঠামোর ওপর জোর দেন, যাতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করা যায় এবং একই সাথে সব প্রাসঙ্গিক অংশীজনের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে সংরক্ষণ উদ্যোগের মূলধারায় সম্পৃক্ত করা, যার মাধ্যমে পরিবেশ সুরক্ষার একটি সামগ্রিক ও ন্যায়সঙ্গত পদ্ধতি নিশ্চিত করা যায়।

আরো পড়ুন:

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিপন্ন প্রজাতির মৃত কচ্ছপ 

শরীয়তপুরে ৩১টি বন্যপ্রাণী উদ্ধার 

ভবিষ্যতের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে জুলাই ২০২৫ সালে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের (বিসিডিপি) পরিকল্পিত উদ্বোধন, যা জলবায়ু কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে।এছাড়া পরবর্তী পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক সুপারিশমালা প্রণয়ন, তরুণ প্রতিনিধি, অভিজ্ঞ প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সক্রিয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গতিশীল ওয়ার্কিং গ্রুপ গঠন এবং সুইডেন দূতাবাসের সাথে আনুষ্ঠানিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদন।

এই ক্রমবর্ধমান সহযোগিতা বাংলাদেশের সামগ্রিক জলবায়ু স্থিতিশীলতা কৌশলে একটি রূপান্তরমূলক মুহূর্তের সূচনা করে, যেখানে সুইডেনের সুপরিচিত প্রযুক্তিগত দক্ষতা এবং মূল্যবান স্থানীয় জ্ঞানের সমন্বয়ে টেকসই ও কার্যকর জীববৈচিত্র্য সংরক্ষণের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এর আগে ঢাকায় পানি ভবনে, সৈয়দা রিজওয়ানা হাসান ব্রিটিশ বন্যপ্রাণী টেলিভিশন উপস্থাপক, প্রকৃতিবিদ, সংরক্ষণবিদ, লেখক, টেলিভিশন প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা নাইজেল অ্যালান মারভেনের সাথে বাংলাদেশের অনন্য বন্যপ্রাণীর ওপর একটি চলচ্চিত্র নির্মাণ বিষয়ক মতবিনিময় করেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ