নবদম্পতির জন্য ভালোবাসা দিবস বিশেষ তাৎপর্য বহন করে। এটি শুধু ভালোবাসা প্রকাশের দিন নয়; বরং নতুন জীবনকে আরও রোমান্টিক ও উষ্ণ করে তোলারও এক বিশেষ উপলক্ষ। এই দিনে নিজেদের ঘরটি সাজিয়ে তোলা হতে পারে এক সুন্দর অভিজ্ঞতা। নিচে কিছু কার্যকর টিপস দেওয়া হলো, যা ভালোবাসা দিবসে নবদম্পতির ঘর সাজাতে সহায়তা করবে।
থিম বেছে নিন
সাজসজ্জার ক্ষেত্রে একটি নির্দিষ্ট থিম বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। আপনি ক্ল্যাসিক রেড, রোমান্টিক প্যাস্টেল বা প্রকৃতির ছোঁয়া রাখা গ্রিন থিম বেছে নিতে পারেন। থিম অনুযায়ী ঘরের বাকি সাজসজ্জা মিলিয়ে নিলে পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
রঙের মাধ্যমে ভালোবাসার আবহ: ঘরের পরিবেশ রোমান্টিক করতে রঙের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ।
লাল ও গোলাপি: ভালোবাসার রং হিসেবে পর্দা, কুশন, বিছানার চাদরে লাল ও গোলাপি রঙের ছোঁয়া দিলে ঘর ভালোবাসার উষ্ণতায় ভরে উঠবে।
সফট প্যাস্টেল শেড: যদি অতিরিক্ত ঔজ্জ্বল্য না চান, তাহলে সফট প্যাস্টেল রঙের পর্দা, কুশন, বিছানার চাদর ব্যবহার করতে পারেন। এটি শান্ত ও মিষ্টি পরিবেশ সৃষ্টি করে।
মোমবাতির সাজ: হালকা আলো রোমান্টিক আবহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুগন্ধি মোমবাতি ব্যবহার করলে ঘরে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়বে এবং পরিবেশ আরও উষ্ণ হয়ে উঠবে।
লাইটের আলোকসজ্জা: ফেয়ারি লাইট বা ছোট এলইডি লাইট দিয়ে শয্যার চারপাশ, জানালা বা দেয়ালে সাজিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে আপনি স্টারি লাইট বা রঙিন অ্যাম্বিয়েন্ট লাইটও ব্যবহার করতে পারেন। এটি ঘরে মনোরম পরিবেশ সৃষ্টিতে সহায়তা করবে।
লাল গোলাপ: ভালোবাসার প্রতীক হিসেবে লাল গোলাপ বিছানায় বা টেবিলে ছড়িয়ে দিন।
লিলি ও অর্কিড: এসব ফুলের মৃদু সৌরভ ঘরকে আকর্ষণীয় করে তোলে।
তাজা ফুলের তোড়া: সেন্টার টেবিলে বা বেডসাইড টেবিলে তাজা ফুল রাখুন।
বিছানার সাজসজ্জা: বিছানায় সিল্ক বা সাটিনের বেডশিট ব্যবহার করুন, যা ঘরকে রাজকীয় লুক দেবে। মনোরম রঙের কুশন ও কমফোর্টার ব্যবহার করুন, যা আপনাদের আরাম দেবে এবং ঘরকে উষ্ণ করে তুলবে। ভালোবাসার আবহ বাড়াতে বিছানায় হার্ট-শেপ কুশন যোগ করুন।
ডাইনিং-এর আয়োজন: ভালোবাসা দিবসের ডিনার যেন বিশেষ হয়, সেজন্য টেবিল সেটআপও হতে হবে রোমান্টিক। রেড ও হোয়াইট টেবিল ক্লথ ব্যবহার করুন। ক্যান্ডল লাইট ডিনার আয়োজন করতে পারেন। সেখানে চকলেট, ফুল এবং হালকা মিষ্টি রাখতে পারেন।
সূত্র: ব্লিসলাইটস
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আইপিএলে এত কম রান করেও জেতা যায়, দেখিয়ে দিল পাঞ্জাব
অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয়!
মুল্লানপুরের মাঠে বসে তো বটেই, টিভি পর্দায় যাঁরা খেলাটা দেখেছেন, তাঁরা কি নিজেদের চোখেকে বিশ্বাস করাতে পারছেন নাকি অবিশ্বাসের ঘোর থেকে বেরোতে চিমটি কেটে দেখছেন?
আইপিএল এখন এমন দিন এসেছে যে, ২৫০ রানও নিরাপদ নয়। সেখানে ১১১ রান তো কোন ছাড়! তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই ‘মামুলি পুঁজিই’ যথেষ্ট বানিয়ে ফেলল পাঞ্জাব কিংস। বলিউডের দুই তারকার দলের লড়াইয়ে শাহরুখ খানের কলকাতাকে ৯৫ রানে অলআউট করে দিল প্রীতি জিনতার পাঞ্জাব। ঘরের মাঠে ম্যাচটা পাঞ্জাব জিতে নিল ১৬ রানে।
আইপিএল ইতিহাসে এখন এটাই সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়। আগের রেকর্ডেও জড়িয়ে ছিল পাঞ্জাবের নাম। ২০০৯ আসরে ডারবানে ১১৬ রান করেও পাঞ্জাবকে ২৪ রানে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।