Samakal:
2025-02-12@00:22:14 GMT

ভালোবাসা দিবসের আয়োজন

Published: 11th, February 2025 GMT

ভালোবাসা দিবসের আয়োজন

সাজগোজ  
দেশের অন্যতম পার্সোনাল ও বিউটি কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম ‘সাজগোজ’ এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে এক্সাইটিং ‘রেড হট ভ্যালেন্টাইনস সেল’ ক্যাম্পেইন শুরু করেছে, যা আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ভালোবাসা দিবস আরও আনন্দময় করে তুলতে গ্রাহকরা কেনাকাটায় পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি (নির্দিষ্ট দিনে) এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার জেতার সুবর্ণ সুযোগ। 
ক্যাম্পেইন চলাকালে পারফিউম, স্কিনকেয়ার ও মেকআপ প্রোডাক্ট এবং গিফট বান্ডেলে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ভালোবাসা দিবসকে সবার জন্য আরও সুন্দর ও আনন্দময় করে তুলতেই সাজগোজের এই বিশেষ আয়োজন।
ক্যাম্পেইনে আরও আছে ‘লাভ স্টোরি কনটেস্ট’, যেখানে অংশ নিলে থাকছে ৫ হাজার টাকা দামের এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার জেতার সুযোগ। অংশগ্রহণের জন্য আপনার প্রিয়জনের সঙ্গে একটি ছবি তুলে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে হবে এবং ক্যাপশনে লিখতে হবে নিজের ভালোবাসার গল্প। সেরা তিনটি লাভ-স্টোরির জন্য থাকছে সাজগোজের পক্ষ থেকে ৫ হাজার টাকা দামের গিফট হ্যাম্পার। 
বিস্তারিত জানতে সাজগোজের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা অ্যাপ ডাউনলোড করুন কিংবা নিকটবর্তী আউটলেটে যোগাযোগ করুন। 
 

 

রুমকি’স ক্লোজেট  
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন শপ রুমকি’স ক্লোজেট এনেছে বাহারি সব শাড়ি, সালোয়ার-কামিজ ও কুর্তির কালেকশন। পোশাকে উৎসবের লুক আনতে এবার করা হয়েছে মসলিন শাড়ি, সিল্ক শাড়ি, কটন ও হাফ সিল্ক শাড়ি। পোশাকের রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, হলুদ, গোলাপি, নীল ও ম্যাজেন্টা। নকশার মোটিফেও রয়েছে উৎসবের ছোঁয়া। সালোয়ার-কামিজেও আনা হয়েছে উৎসবের রং-রূপ। এক্সক্লুসিভে মসলিনে এমব্রয়ডারি, কারচুপি, কাঠাদানা, সিকুয়েন্স, অ্যাপলিক ও পার্লের কাজ করা হয়েছে। সিল্কে টাইডাই, কারচুপি, এমব্রয়ডারি এবং কটন থ্রিপিসগুলোর মধ্যে স্ক্রিন প্রিন্ট, ব্লক ও এমব্রয়ডারি করা হয়েছে। পোশাকগুলো পাওয়া যাবে ২ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে। v

সুন্দোরা   
সুন্দোরা বিউটি নিয়ে এলো ভালোবাসা দিবসের বিশেষ ক্যাম্পেইন ‘গিফটস অব লাভ’। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতা নিজেদের পছন্দ অনুযায়ী উপহার বাক্স তৈরি করতে পারবেন।  এ ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকরা স্কিনকেয়ার, আইকনিক পারফিউম, বিশ্বখ্যাত মেকআপ ব্র্যান্ডের প্রসাধনী এবং সেন্টেড ক্যান্ডলসহ প্রিমিয়াম সৌন্দর্য পণ্যের সমন্বয়ে কাস্টমাইজড উপহার বাক্স তৈরি করতে পারবেন। প্রতিটি বাক্স সাজানো যাবে ব্যক্তিগত স্বাদ ও পছন্দ অনুযায়ী, যা উপহারকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলবে। বাংলাদেশের অনুমোদিত সৌন্দর্য পণ্য রিটেইলার হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সুন্দোরা বিউটি এবার নতুন কিছু বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন মাঞ্চ ব্ল্যাঙ্ক, জিমি চু, মেইসন মারজালা, টনিমলি, মনক্লার ও ইভস সেন্ট লরেন্ট বাংলাদেশে এনেছে। এ ব্র্যান্ডগুলোর এক্সক্লুসিভ কালেকশন শুধু সুন্দোরা বিউটির স্টোরেই পাওয়া যাবে। গ্রাহকরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে পারেন অথবা ঢাকার বনানী, গুলশান এবং ধানমন্ডিতে অবস্থিত সুন্দোরা বিউটির স্টোরগুলোয় সরাসরি গিয়ে তাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারেন। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য ম প ইন

এছাড়াও পড়ুন:

বুদাপেস্ট ও ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আনটাং’

সাংবাদিক গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’ অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে। তথ্যটি নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন।

মানুষের বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত এই চলচ্চিত্র এরই মধ্যে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবে ছবিটির বেশ কয়েকটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 আনটাং সিনেমার মিউজিক ও সাউন্ড করেছেন আকিব শাওন ও বাউলা নাজমুল। একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ সাগর। চিত্র গ্রহণে ছিলেন রয় সন্দ্বীপ। প্রডাকশন ডিজাইন করেছেন সানজিদ মাহমুদ।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসুন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহাসহ অনেকেই।
এর আগে গোলাম রাব্বানী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামক দুটি সিনেমা। গত বছর মুক্তি পেয়েছে গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’, মুক্তির অপেক্ষায় আছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙবাজার’।

দুটি সিনেমাই পরিচালনা করেছেন রাশিদ পলাশ।

সম্পর্কিত নিবন্ধ

  • শেষ হলো কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল
  • গ্রিন ইউনিভার্সিটির পিঠা উৎসবে মিলনমেলা
  • কুমারখালীর নাট্যোৎসবে ‘রক্ত গন্ধা জুলাই’
  • সিনেমা হলে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক
  • নড়াইলে ঐতিহ্যবাহী পলো উৎসব
  • চট্টগ্রাম সমিতি-ঢাকার আয়োজন: আনন্দ-উৎসবে মেজবান মিলনমেলা
  • সৃজনে-মননে তারুণ্যের প্রত্যয়
  • ইসলাম উদ্দিনের কিচ্ছার রাত শেষ হলো ‘দেওরা’ দিয়ে
  • বুদাপেস্ট ও ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আনটাং’