সাজগোজ
দেশের অন্যতম পার্সোনাল ও বিউটি কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম ‘সাজগোজ’ এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে এক্সাইটিং ‘রেড হট ভ্যালেন্টাইনস সেল’ ক্যাম্পেইন শুরু করেছে, যা আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ভালোবাসা দিবস আরও আনন্দময় করে তুলতে গ্রাহকরা কেনাকাটায় পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি (নির্দিষ্ট দিনে) এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার জেতার সুবর্ণ সুযোগ।
ক্যাম্পেইন চলাকালে পারফিউম, স্কিনকেয়ার ও মেকআপ প্রোডাক্ট এবং গিফট বান্ডেলে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ভালোবাসা দিবসকে সবার জন্য আরও সুন্দর ও আনন্দময় করে তুলতেই সাজগোজের এই বিশেষ আয়োজন।
ক্যাম্পেইনে আরও আছে ‘লাভ স্টোরি কনটেস্ট’, যেখানে অংশ নিলে থাকছে ৫ হাজার টাকা দামের এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার জেতার সুযোগ। অংশগ্রহণের জন্য আপনার প্রিয়জনের সঙ্গে একটি ছবি তুলে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে হবে এবং ক্যাপশনে লিখতে হবে নিজের ভালোবাসার গল্প। সেরা তিনটি লাভ-স্টোরির জন্য থাকছে সাজগোজের পক্ষ থেকে ৫ হাজার টাকা দামের গিফট হ্যাম্পার।
বিস্তারিত জানতে সাজগোজের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা অ্যাপ ডাউনলোড করুন কিংবা নিকটবর্তী আউটলেটে যোগাযোগ করুন।
রুমকি’স ক্লোজেট
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন শপ রুমকি’স ক্লোজেট এনেছে বাহারি সব শাড়ি, সালোয়ার-কামিজ ও কুর্তির কালেকশন। পোশাকে উৎসবের লুক আনতে এবার করা হয়েছে মসলিন শাড়ি, সিল্ক শাড়ি, কটন ও হাফ সিল্ক শাড়ি। পোশাকের রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, হলুদ, গোলাপি, নীল ও ম্যাজেন্টা। নকশার মোটিফেও রয়েছে উৎসবের ছোঁয়া। সালোয়ার-কামিজেও আনা হয়েছে উৎসবের রং-রূপ। এক্সক্লুসিভে মসলিনে এমব্রয়ডারি, কারচুপি, কাঠাদানা, সিকুয়েন্স, অ্যাপলিক ও পার্লের কাজ করা হয়েছে। সিল্কে টাইডাই, কারচুপি, এমব্রয়ডারি এবং কটন থ্রিপিসগুলোর মধ্যে স্ক্রিন প্রিন্ট, ব্লক ও এমব্রয়ডারি করা হয়েছে। পোশাকগুলো পাওয়া যাবে ২ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে। v
সুন্দোরা
সুন্দোরা বিউটি নিয়ে এলো ভালোবাসা দিবসের বিশেষ ক্যাম্পেইন ‘গিফটস অব লাভ’। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতা নিজেদের পছন্দ অনুযায়ী উপহার বাক্স তৈরি করতে পারবেন। এ ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকরা স্কিনকেয়ার, আইকনিক পারফিউম, বিশ্বখ্যাত মেকআপ ব্র্যান্ডের প্রসাধনী এবং সেন্টেড ক্যান্ডলসহ প্রিমিয়াম সৌন্দর্য পণ্যের সমন্বয়ে কাস্টমাইজড উপহার বাক্স তৈরি করতে পারবেন। প্রতিটি বাক্স সাজানো যাবে ব্যক্তিগত স্বাদ ও পছন্দ অনুযায়ী, যা উপহারকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলবে। বাংলাদেশের অনুমোদিত সৌন্দর্য পণ্য রিটেইলার হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সুন্দোরা বিউটি এবার নতুন কিছু বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন মাঞ্চ ব্ল্যাঙ্ক, জিমি চু, মেইসন মারজালা, টনিমলি, মনক্লার ও ইভস সেন্ট লরেন্ট বাংলাদেশে এনেছে। এ ব্র্যান্ডগুলোর এক্সক্লুসিভ কালেকশন শুধু সুন্দোরা বিউটির স্টোরেই পাওয়া যাবে। গ্রাহকরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে পারেন অথবা ঢাকার বনানী, গুলশান এবং ধানমন্ডিতে অবস্থিত সুন্দোরা বিউটির স্টোরগুলোয় সরাসরি গিয়ে তাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারেন। v
উৎস: Samakal
কীওয়ার্ড: ক য ম প ইন
এছাড়াও পড়ুন:
প্রাগ চলচ্চিত্র উৎসবে ‘নট আ ফিকশন’
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পাইলট থিয়েটারে আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ চলচ্চিত্র উৎসব ২০২৫। যেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি অস্কার এবং দুটি কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং উৎসব ঘুরে আসা চলচ্চিত্র ‘নট আ ফিকশন’।
এ উৎসবের মধ্য দিয়ে এক শটের এই সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার হবে; যার প্রযোজক, পরিচালক এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু। পুরস্কারের জন্য ‘নট আ ফিকশন’কে লড়তে হবে ২০২৫ সালের অস্কারজয়ী সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এবং অন্যান্য দেশের ছবিগুলোর বিপরীতে।
ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবের বিশেষ একটি বিভাগ হচ্ছে ‘ভয়েসেস অব ডিসট্যান্ট ল্যান্ডস’– এই বিভাগটি এমন সিনেমাগুলোকে সম্মান জানায়, যা প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বিশ্বের গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যুগুলো নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এ বছর সারাবিশ্ব থেকে মোট ৫টি দেশের চলচ্চিত্র এই বিভাগে মনোনীত হয়েছে, যেখানে ‘নট আ ফিকশন’-এর সুবাদে এশিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছে বাংলাদেশের নাম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘নট আ ফিকশন’ মূলত একটি ঐতিহাসিক দলিল, যা গত দুই যুগে বাংলাদেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে।
নির্মাতা সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহপ্রযোজক হিসেবে কাজ করছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। সিনেমায় অভিনয় করেছেন জউদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ এবং সৈয়দ তামুর হাসান।