Samakal:
2025-02-11@21:32:00 GMT

এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন 

Published: 11th, February 2025 GMT

এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন 

ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ৮ ফেব্রুয়ারি আলোকি কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।  
এ ফ্যাশন শোতে এপেক্স তাদের ঈদ ২০২৫-এর নতুন কালেকশন লঞ্চ করে। ঈদের জন্য বিশেষভাবে তিওয়াইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইনও নিয়ে আসে। এ ছাড়া ব্র্যান্ডটির বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিকের ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।
এ আয়োজনে রেড কার্পেট মিট অ্যান্ড স্ট্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। সাড়ে ৭টায় শুরু হয় মূল ফ্যাশন শো। সেখানে এপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিন্ট এলিগেন্স, পিষ্টি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এ ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখেন। এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ফ্যাশন শোর পাশাপাশি ওই অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব

২০২৫ সালের হজ মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতি বছর হজের সময় তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যেকোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার বিষয়ে নেতানিয়াহুর পরামর্শ প্রত্যাখ্যান সৌদির

ভারতীয় শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি

মন্ত্রণালয় আরো বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি।

সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।

এ বছর সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য নতুন কিস্তি সুবিধার ব্যবস্থা করেছে। দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরা এবার তিন কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তিতে ২০ শতাংশ অর্থ বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ৪০ শতাংশ করে অর্থ রমজান ২০ ও শাওয়াল ২০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, চূড়ান্ত কিস্তি পরিশোধ না করা পর্যন্ত বুকিং অনিশ্চিত থাকবে। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • বিকেএসপি কাপ টেবিল টেনিসে রানার্সআপ যবিপ্রবি
  • দুর্নীতির দায়ে শোহেলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি
  • আন্তর্জাতিক সংস্থায় ঢাকার বাইরে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৪ হাজার
  • ৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে 
  • ঢাকায় ডেনমার্ক দূতাবাসে চাকরি, বেতন ছাড়াও আছে পেনশন স্কিম
  • আজ টিভিতে যা দেখবেন (১১ ফেব্রুয়ারি ২০২৫)
  • তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়: প্রধান উপদেষ্টা
  • হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব