Samakal:
2025-02-11@21:12:14 GMT

স্মার্ট ওলেড টিভি উন্মোচন

Published: 11th, February 2025 GMT

স্মার্ট ওলেড টিভি উন্মোচন

সর্বাধুনিক ওলেড প্রযুক্তির স্বচ্ছ ছবি ও বিনোদনে প্রথমবার দেশে ওএলইডি টিভি সিরিজ এস৯৫ডি উন্মোচন করেছে প্রযুক্তি উদ্ভাবক স্যামসাং।
দর্শক চাহিদা পূরণে ৫৫, ৬৫ ও ৭৭ ইঞ্চি– তিনটি অবয়বে সিরিজটি বিনোদনে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। শতভাগ কালার ভলিউম সমৃদ্ধ ওলেড গ্লেয়ার ফ্রি ডিসপ্লে, যা অনাকাঙ্ক্ষিত প্রতিচ্ছবির বদলে ক্রিস্টাল ক্লিয়ার ভিজ্যুয়াল দেবে।
টিভির বৈশিষ্ট্য এনকিউফোর এআই জেন-টু প্রসেসর পাওয়ার্ড বাই ২০ নিউরাল নেটওয়ার্কস, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় যে কোনো ছবিকে ফোরকে ভিজ্যুয়ালের মতো প্রাণবন্ত করে দৃশ্যায়ন করে।
ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন বলেন, টিভির জগতে নতুন সিরিজের অংশীজন হয়ে বাংলাদেশে ওলেড টিভি যাত্রা করেছে।
ইনফিনিটি ওয়ান ডিজাইনে নির্মিত টিভিটির ১১.

২ মিলিমিটার আলট্রা-স্লিম ফ্ল্যাট প্রোফাইল, স্লিম ওয়ান কানেক্ট বক্স সময়োপযোগী চাহিদা পূরণ করবে। ৭০ ওয়াট (৪.২.২ চ্যানেল) স্পিকার সেটআপের মাধ্যমে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেমে ফলাফল পাওয়া যাবে। অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড প্লাসের (ওটিএস প্লাস) ডায়নামিক, মাল্টিডাইমেনশনাল অডিও শব্দে শ্রুতিমধুরতা বাড়াবে।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বলেন, বাংলাদেশের মতো পরিবর্তনশীল চাহিদার দেশে গ্রাহকের মধ্যে সব সময়ই আধুনিক আর সেরা সব প্রযুক্তির প্রত্যাশা থাকে। তাদের জীবনযাত্রার অংশ হিসেবে ওলেড টিভি নতুন অভিজ্ঞতার মুখোমুখি করবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

যশোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই দল গ্রামবাসী। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সদর উপজেলার বড় হৈবতপুর মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, জিয়া ও পাপ্পু। এ ছাড়া শফি নামের একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। শফিকে খুলনায় পাঠানো হয়েছে।


স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আনিছ মেম্বরসহ তার লোকজন বড় হৈবতপুর মাঠে জমিতে পানি টেনে নিতে মঙ্গলবার সকালে আইল কেটে দেন। এর প্রতিবাদ করে একটি পক্ষ। একপর্যায়ে আনিছ নিজ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করেন। অন্যদিকে প্রতিপক্ষও জড়ো হয়। পরে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। একজনের মাথায় বেশ কয়েকটি ক্ষত রয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি।

সম্পর্কিত নিবন্ধ