সাভারে পৃথক স্থান থেকে দম্পতিসহ চার পোশাকশ্রমিকের লাশ উদ্ধার
Published: 11th, February 2025 GMT
ঢাকার অদূরে সাভার উপজেলার বিভিন্ন এলাকা থেকে চার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমার রাত থেকে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। চারজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের ৫ তলা আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে পোশাকশ্রমিক মো.
এদিকে গতকাল দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ভেতর থেকে কারখানার শ্রমিক গোলাম মোস্তফার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারখানার অষ্টম তলার লোহার ফায়ার পাইপের সঙ্গে গেঞ্জির কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। গোলাম মোস্তফা নওগাঁ জেলার বদলগাছী থানার মৃত তৈয়ব আলীর ছেলে।
এর আগে গতকাল সকালে খেজুরবাগান এলাকার শাহ-আলমের বাড়ি থেকে হৃদয় (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় হৃদয়ের মরদেহ ছিল। কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মৃত লাল মিয়ার ছেলে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নূর আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমকিভাবে তাঁরা সবাই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পারিবারিক কলহসহ ব্যক্তিগত কিছু কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের কাছে বড় হারে বিশ্বকাপ মিসের শঙ্কায় বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর শনিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৬২ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতেই চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বিস্তারিত আসছে...