আট বছর পর সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন
Published: 11th, February 2025 GMT
আট বছর আগে শেষবার কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন। শফিক তুহিনের কথা ও সুরে ‘দৃষ্টিহীন’ শিরোনামের গানটি অনেক দামে কেনা চলচ্চিত্রে ব্যবহৃত হয়। গত সোমবার বিকেলে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন নতুন আরেকটি গানে কণ্ঠ দিলেন। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তৈরি দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান; সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
সৈয়দ আবদুল হাদী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফারহান-কেয়ার প্রেমের ‘বাজি’
ছোট পর্দার ব্যস্ত তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে দেখা গেছে তাদের। ঈদ উপলক্ষে ফের জুটি বাঁধলেন এই তারকা যুগল।
তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন একক নাটক ‘বাজি’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এ নাটকে দেখা যাবে কেয়া-মুশফিককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার নাটকে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি।
‘বাজি’ নাটকের গল্প সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। যার নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প।
আরো পড়ুন:
মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক
স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!
নির্মাতা জানান, পুরো নাটকের গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন এই পরিচালক।
‘বাজি’ নাটকের প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট দর্শকদের জন্য নির্মাণ করা হয়েছে। সব কটি ধারাবাহিকভাবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ঢাকা/শান্ত