মিরপুর সমাজসেবা অফিসে ‘তারুণ্যের উৎসব’ উদযাপিত
Published: 11th, February 2025 GMT
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ ঢাকার মিরপুর সমাজসেবা অফিসে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার মিরপুরের সমাজসেবা অফিসের উদ্যোগে মিরপুরের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ উৎসবের আয়োজন করা হয়।
তারুণ্যের উৎসব উদযাপনে আলোচ্য অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল- কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সুবিধাভোগী তরুণ-তরুণীদের উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ারের আয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার, ভালো উদ্যোক্তা তৈরির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো.
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোছা. ফৌজিয়া সুলতানা, সহকারী সমাজসেবা অফিসার; মোহাম্মদ জাকির হোসেন আখন্দ, ফিল্ড সুপারভাইজার; হারুন অর রশিদ- ডাটা এন্ট্রি অপারেটর; মোত্তালেব হোসেন, কম্পিউটার প্রশিক্ষক; প্রভাস চন্দ্র বিশ্বাস, পৌর সমাজকর্মী; মো. শহিদুল হক, পৌর সমাজকর্মী ও আরো অনেকে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ত র ণ য র উৎসব উদয প
এছাড়াও পড়ুন:
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জাপানের কানসাইয়ের ওসাকায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।
শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আব্দুর রহিম খান বলেন, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে রপ্তানি পণ্যের প্রদর্শন বিশ্বব্যাপী আমাদের দেশের ব্যাপক পরিচিতি এনে দেবে এবং আমাদের দেশের পণ্যের প্রতি বিদেশি ক্রেতারা আরো বেশি আকৃষ্ট হবে।
ছয় মাস ব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ এ এক্সপোতে বিশ্বের ১৬৫টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলোর ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য ওয়ার্ল্ড এক্সপো অপূর্ব সুযোগ তৈরি করতে সক্ষম হবে বলে আয়োজকরা ধারণা করছেন। শনিবার ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
প্যাভিলিয়ন উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাপানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে মোট আঠারোটি জোনে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্য প্রদর্শিত হবে।