অবশেষে জাতীয় দলের কিট স্পনসর পেল বাফুফে
Published: 11th, February 2025 GMT
বাফুফে এত দিন বিচ্ছিন্নভাবে জাতীয় দলের জন্য জার্সি স্পনসর পেয়েছিল কখনো কখনো। কিন্তু সেটার ধারাবাহিকতা ছিল না। এই প্রথম দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি কিট স্পনসর পেয়েছে। দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-এর সঙ্গে বাফুফে ভবনে চুক্তি হয়েছে।
আরও পড়ুনসাবিনাদের চাপে রাখতেই কি বাকিদের সঙ্গে চুক্তি বাফুফের১ ঘণ্টা আগেচুক্তি অনুযায়ী, আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দল, জাতীয় নারী দল ও সব বয়সভিত্তিক দলকে জার্সি, মোজা, ট্র্যাকস্যুটসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেবে স্পনসর প্রতিষ্ঠান। বাংলাদেশের জার্সি বিক্রি করে যে টাকা পাবে স্পনসর প্রতিষ্ঠানটি, তা থেকেও একটা অংশ দেবে বাফুফেকে।
‘দৌড়’-এর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাজীপুরে রহস্যজনক বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ
গাজীপুরের মহানগরীর হারিকেন ডেগেরচালা এলাকায় রহস্যজনক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
দগ্ধরা হলেন, মো. হারিজ (৫৫) তার স্ত্রী আয়শা খাতুন ও তাদের সন্তান মাইদুল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহানগরীর ডেগেরচালা এলাকায় ভাড়া বাসায় হারিজ স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বাসার সবাই সকালে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই শব্দের পর আশপাশের লোকজন বের হয়ে দেখেন ৩ জন দগ্ধ হয়েছে। পরে দ্রুত তারা অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের রুমে কোন সিলিন্ডার গ্যাসের বোতল ছিলো না, বিদ্যুৎ সংযোগও ঠিক রয়েছে। অথচ বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে গেছে। মশারি ও বাচ্চার স্কুলের ব্যাগের কিছু অংশ পুড়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার উপপরিদর্শক কামরুল বলেন, “তিনজন দগ্ধ হয়েছে, তাদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যাচ্ছে না। তাদের রুমের টিভি, ফ্রিজ ও বিদ্যুৎ লাইন ঠিক রয়েছে। রুমে গ্যাসের লাইন ও সিলিন্ডারও ছিলো না। দগ্ধদের সঙ্গে কথা হলে আসল ঘটনা জানা যাবে।”
ঢাকা/রেজাউল/টিপু