রাজধানীর বারিধারার নতুন বাজার এলাকায় তেলবাহী একটি লরি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে গাড়ির শোরুমে। এ সময় লরির ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের এ ঘটনায় কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাটারা থানার এএসআই আশরাফুল ইসলাম বলেন, তেলবাহী লরিটি বিমানবন্দর এলাকায় তেল খালাস করে বাড্ডার দিকে ফিরছিল। দুপুরে নতুন বাজারের প্রগতি সরণিতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরোনো গাড়ির শোরুমে ঢুকে যায়। এ সময় সেখানে এক যুবক গুরুতর আহত হন। পথচারী রাজু আহামেদ তাঁকে উদ্ধার করে স্থানীয় উপশম হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল পৌনে ৫টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় দায়ী লরিটি জব্দ এবং চালক ইব্রাহিমকে আটক করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

বিমানবন্দরে আটক শেখ হেলালের পিএস মুরাদ

সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম। তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন 

বিমানবন্দর সূত্রে জানা যায়, সোহেল মুরাদ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বিমানের টিকিট কেটে চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। পরে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনী তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করে।

সম্পর্কিত নিবন্ধ