তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। ফরিদপুরের আলফাডাঙ্গা গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে কলেজ ছাত্রসহ উভয় পক্ষের দুইজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে এক পক্ষের লোকজন হামলা করে আহত ব্যক্তিকে গুরুতর আহত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উভয় পক্ষের আহত দুই ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকিরসহ (২৪) তিন সহদর জন্মনিবন্ধন করার জন্য কাগজপত্র নিয়ে অটোভ্যান যোগে গোপালপুর বোর্ড অফিসের সামনে গেলে একই ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজা ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী রিফাত হোসেনসহ (২৫) সহপাঠীরা সেখানে দাঁড়িয়ে ছিলেন। এসময় মোহাম্মাদ ফকিরের অটোভ্যানচালক হর্ন দেওয়া নিয়ে চালকের সঙ্গে রিফাতদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রিফাত হোসেন ও মোহাম্মদ ফকিরদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় মোহম্মাদ ফকির রিফাত হোসেনের বাম পাশের কান কামড়িয়ে কিছু অংশ তুলে ফেলেন। পরে আহত অবস্থায় রিফাতকে সহপাঠীরা আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। এর কিছুক্ষণ পর আহত মোহাম্মাদকে তার ভাইয়েরা হাসপাতালে আনলে এসময় রিফাতের বন্ধুরা তাদের ওপর হামলা চালায়। হামলায় আহত মোহাম্মাদ গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি হারুন অর রশিদ জানান, হাসপাতালে হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কোনো পক্ষ থেকে এখন কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আলফ ড ঙ গ স ঘর ষ র আহত

এছাড়াও পড়ুন:

ফতুল্লা বাজার পরিদর্শনে সদর ইউএনও’র অসন্তোষ 

ফতুল্লা বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে অসন্তোষ প্রকাশ করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি ফতুল্লা বাজার পরিদর্শন করেন।

এসময় তিনি বাজারের অবকাঠামো, চারপাশের চিত্র দেখেন এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের নানা সমস্যা শুনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। 

এছাড়াও তিনি বিগতদিনে যারা বাজারের উন্নয়ন কাজের সঙ্গে জড়িত ছিলেন তাঁদের সমালোচনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, রিপোটার্স ক্লাবের সদস্য সচিব মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু,  ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,  ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনউদ্দীন প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশের সীমানায় ঢুকে জেলেদের ওপর বিএসএফের হামলা
  • গাইবান্ধায় নকলের অভিযোগে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার
  • ফতুল্লা বাজার পরিদর্শনে সদর ইউএনও’র অসন্তোষ 
  • কলমাকান্দায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মুদি দোকানি গ্রেপ্তার
  • জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • মিরসরাইয়ে আ.লীগের তিন নেতার বাড়িতে ভাঙচুর, আহত ২
  • সিদ্ধিরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে কিশোরগ্যাংয়ের হামলা, আহত ৪
  • শরীয়তপুরে আবারো ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ
  • বাজি ফাটানো নিয়ে দ্বিতীয় দিনের সংঘর্ষে এএসপিসহ অর্ধশত আহত
  • দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ